LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ শুক্রবার| ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

লালমনিরহাটে এলজিইডি’র ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ



আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীন ‘পল্লী সড়ক ও রক্ষণাবেক্ষণ কর্মসূচি’ কাজে সুবিধাভোগী দুস্থ ৮০ নারী কর্মীর ৫ মাসের সঞ্চয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নারী কর্মীদের তত্ত¡াবধানের দায়িত্বে থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ‘কমিটি অর্গানাইজার’ ওই টাকা আত্মসাতে জড়িত বলে অভিযোগ করেছেন নারী কর্মীরা। স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন ওই টাকা নারী কর্মীদের ফেরত দেওয়ার নির্দেশ দিলেও এখন পর্যন্ত তা ফেরত দেয়ানি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।

এ নিয়ে সুবিধা ভোগী নারী কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। পাটগ্রাম উপজেলা প্রকৌশল অধিদফতর ও নারী কর্মীদের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দহগ্রাম ইউনিয়নসহ ৮টি ইউনিয়নের পল্লী সড়ক ও রক্ষণাবেক্ষণ কর্মসূচিতে মোট ৮০ জন দুস্থ নারী কর্মীকে ৪ বছরের জন্য নিয়োগ দেয় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

২০১৪ সালের ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে ২০১৮ সালের ১৬ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি চলে। কর্মসূচির অধীন নিয়োগপ্রাপ্ত নারী কর্মীদের মাসিক বেতন নির্ধারণ করা হয় ৪,৫০০ টাকা। এর মধ্যে ৩ হাজার টাকা মাসিক বেতন নগদ হিসেবে কর্মীদের দেওয়া হয়।বাকি ১ হাজার ৫০০ টাকা পাটগ্রাম সোনালী ব্যাংকে নারী কর্মীদের সঞ্চয় হিসাবে জমা রাখা হয়। তবে নারী কর্মীদের তত্ত¡াবধানের দায়িত্বে থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ‘কমিটি অর্গানাইজার’ মো.খয়বর আলী ২০১৬ সালের জানুয়ারি ও ফেরুয়ারি এবং ২০১৭ সালের মে, জুন ও জুলাই মাসসহ মোট পাঁচ মাসের সঞ্চয়ের ১ হাজার ৫০০ টাকা করে মোট ৬ লাখ টাকা সঞ্চয়ী হিসাব নম্বরের বদলে বেতন হিসাবে দেখিয়ে উত্তোলন করে নেন।

এ দিকে ২০১৮ সালের ১৬ এপ্রিল নারী কর্মীদের চাকুরি শেষ হয়। পরে নারী কর্মীরা সঞ্চয়ের টাকা তুলতে সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় গেলে টাকা জমা না হওয়ার বিষয়টি সামনে চলে আসে। উপজেলা প্রকৌশল অধিদফতরের দৃষ্টিতেও বিষয়টি ধরা পড়ে। ভুক্তভোগী দুস্থ নারী কর্মীদের দলনেত্রী ও বুড়িমারী ইউনিয়ন এলাকার কর্মী শাহিনা আক্তার অভিযোগ করেন, আত্মসাতের বিষয়টি লিখিত ভাবে স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেনকে জানিয়েছি। তিনি টাকা ফেরত দেওয়ার নির্দেশ নিয়েছেন উপজেলা প্রকৌশলীকে। এখনও আমরা টাকা পাইনি।

উপজেলা প্রকৌশলীও টালবাহনা করছেন। আমাদের কষ্টের টাকা যারা আত্মসাৎ করেছে আমরা তাদের বিচার চাই। পাটগ্রাম উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মো. শামসুজ্জামান ৮০ নারী কর্মীর ৫ মাসের সঞ্চয়ের টাকা নারী কর্মীদের সঞ্চয়ী হিসাব নম্বরে জমা না হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পাটগ্রাম সোনালী ব্যাংকের কাছ থেকে হিসাব নিয়ে দেখা গেছে ২০১৬ সালের জানুয়ারি ও ফেরুয়ারি এই দুই মাসে ৮০ নারী কর্মীর সঞ্চয়ের ২ লাখ ৪০ হাজার টাকা এবং ২০১৭ সালের মে, জুন ও জুলাই এই তিন মাসের ৩ লাখ ৬০ হাজার টাকা নারী কর্মীদের সঞ্চয়ী হিসাব নম্বরে টাকা জমা হয়নি। ভুল করেছে ব্যাংক কর্তৃপক্ষ ও কমিটি অর্গানাইজার মো. খয়বর আলী। এসব ঠিকঠাক করে নারী কর্মীদের সঞ্চয়ী ব্যাংক হিসাব নম্বরে টাকা জমা করার নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

তবে সোনালী ব্যাংক লিমিটেডের পাটগ্রাম শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান বলেন, ৮০ জন নারী কর্মীর নামে পৃথক ৮০টি সঞ্চয়ী ও ৮০টি বেতনের হিসাব খোলা হয়। এলজিইডির প্রতিনিধি যেভাবে ব্যাংককে নোট দিয়েছেন, আমরাও সেভাবে টাকা পোস্টিং দিয়েছি। ৫ মাসের সঞ্চয়ের টাকাও বেতনের হিসাব নম্বরে জমা করার জন্য নোট দেয় এলজিইডি। আমরা সেই মতে পোস্টিং দিয়েছি। সেই টাকাও তুলে নেওয়া হয়। আমাদের পক্ষ থেকে ভুল হওয়ার কোনো কারণ নেই। নথিপত্র সবকিছুই তাদেরকে দেখানো হয়েছে।

এখন বিষয়টি তাদের। আমাদের কিছু করার নেই।’ লালমনিরহাট এলজিইডি বিভাগ সূত্রে জানা গেছে, কমিটি অর্গানাইজার মো. খয়বর আলী ২০১৭ সালের ১০ আগস্ট বদলি হয়ে যান। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলার রাজীবপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে কমরত রয়েছেন। তাকে সেখান থেকে পাটগ্রাম উপজেলা প্রকৌশল অধিদফতরে ফেরত আনার জন্য চিঠি লেখা হয়েছে। তবে আত্মসাতের বিষয়ে কথা বলতে কমিটি অর্গানাইজার মো. খয়বর আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনও কথা বলতে রাজি হননি।

স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন বলেন, সুবিধা ভোগী নারী কর্মীরা আমাকে অভিযোগ করেছেন। আমি তাদের টাকা ফেরত দিতে এলজিইডি’র কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। বিষয়টি কঠোর ভাবে নজরদারি করা হচ্ছে।


1