LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ শুক্রবার| ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

সাতক্ষীরায় স্বাস্থ্য বিভাগের ১৮ কোটি টাকা লুট : তদন্ত শুরু



হেলাল উদ্দীন সাতক্ষীরা

সাতক্ষীরা সদর হাসপাতালসহ ৭টি উপজেলা কমপ্লেক্সে স্বাস্থ্য যন্ত্রাংশ ক্রয়ের নামে ১৮ কোটি টাকা লোপাটের অভিযোগে ভয়েস অব সাতক্ষীরাসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচারের পর বিভাগী তদন্ত শুরু হয়েছে।সোমবার দুপুরে খুলনা বিভাগীয় ডেপুটি ডাইরেক্টর তদন্ত কমিটির প্রধান ডা. সৈয়দ জাহাঙ্গীর হোসেন, এ্যাসিসটেন্ট ডাইরেক্টর মন্জুরুল মুরশিদ ও প্রশাসনিক কর্মকর্তা জাহাতাপ হোসেন এই তদন্ত কার্য সম্পন্ন করেন।

এসময় তদন্ত দলের সঙ্গে আসেন খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. রাশেদা সুলতানা।তিনি বলেন, প্রাথমিকভাবে অসঙ্গতিপূর্ণ কাগজপত্র দেখে ও সার্ভে বোডের লিখিত বক্তব্য নিয়ে অনিয়মের বিষয়টি সত্য বলে মনে হয়েছে। তিনি আরও বলেন, কোন সিভিল সার্জন তার চেয়ারে বসে স্বাস্থ্য যন্ত্রাংশ বুঝে না নিয়েই বিল পরিশোধ করেছেন এবং সেটি সৎ উদ্দেশ্যে করেছেন তা প্রমাণিত হয়না।

যদিও তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত পূর্ণাঙ্গ এসব মন্তব্য করা সঠিক হবেন।তদন্ত কমিটির ৩ সদস্যকে সঙ্গে নিয়েই খুলনা বিভাগীয় প্রধান (স্বাস্থ্য) ডা. রাশেদা সুলতানা সোমবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে আসেন।এসময় উপস্থিত সকলের সামনেই ডা. রাশেদা সুলতানা বলেন, তদন্ত কমিটি আমি গঠন করেছি। আমি কমিটিতে নেই। কোন নয় ছয় যাতে না হয় সেজন্য পত্রিকায় খবর পড়ে ইচ্ছে করেই এসেছি।

ভালভাবে জানতে ও দেখতে। কারণ এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে গরম গরম খবর আসছে। তবে খবরের সত্যতা পেয়েছেন নানাভাবে এমনটি তিনি উল্লেখ করেই বলেন, আমি আমার দীর্ঘ চাকরি জীবনে প্রথমে কালিগঞ্জ ও পরে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেছি। ফলে সাতক্ষীরার প্রতি আমার আলাদা ভালবাসা আছে।

সব সংকট অচিরেই কেটে যাবে এমন আশ্বাস দিয়ে বলেন, দীর্ঘ এই চাকরি জীবনে আমি এমন সমস্যা দেখিনি। সরকারি মাল বুঝে পাওয়ার আগেই বিল পরিশোধ করা হয়। এসময় তিনি আরও বলেন, আমি এখানে এসে একজনকে দেখেই বুঝেছি ঝামেলা আছে। কারণ চুয়াডাঙ্গায় থাকাকালিন সেখানেও একই প্রকৃতির অনিয়ম করেছিল ফজলুল হক। তিনি সাতক্ষীরা সিভিল সার্জন ডা: রফিকুল ইসলামকে জানান, আপনি উপরে এখুনি বার্তা প্রেরণ করেন এবং এদেরকে সরিয়ে দেন, নাইলে আপনিও ঝামেলায় পড়ে যাবেন।


উল্লেখ্য: গত ১৭-১৮ অর্থ বছরে জেলায় স্বাস্থ্য যন্ত্রাংশ ক্রয়ের জন্য তৎকালিন সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন ও স্টোরকিপার একেএম ফজলুল হক যোগসাজস করে বরাদ্দের ১২ কোটি টাকার পুরোটাই লোপাট করে।

পরে একই টেন্ডারের আওতায় আবারো বরাদ্দ বাড়িয়ে মোট ১৮ কোটি টাকা গায়েব করলে গত ৯ এপ্রিল ঢাকা থেকে উপ-সচিব হাছান মাহমুদ আকর্ষিক সাতক্ষীরায় এসে এসব যন্ত্রাংশ খোঁজ নিলে তা দেখাতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে ভয়েস অব সাতক্ষীরা, বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় দৈনিকসহ বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ প্রকাশ হয় এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে আন্দোলন শুরু করেন।এদিকে দুদক খূলনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সিভিল সার্জন অফিসে এসে প্রাথমিক অনুসন্ধান শুরু করলে পরিস্থিতি বুঝে স্টোরকিপার একেএম ফজলুল হক অফিস চলাকালিন সময়ে পালিয়ে যান।

গণমাধ্যমের কাছে দেয়া সাক্ষাৎকারে দুদক কর্মকর্তারা বলেন, প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়া গেছে। তদন্তটিমে থাকা তরুণ কান্তি জানান, রিপোর্ট দুদকের প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। অনুমোদন আসলেই মামলা রুজু করা হবে।

এদিকে সার্বিক পরিস্থিতি বুঝে খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পরদিন ২৫ এপ্রিল বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেন। কিন্তু ঘর্ণিঝড় ফণীর কারণে তদন্তকার্য পিছিয়ে গিয়েছে জানিয়ে বলেন, আগামী ১৫দিনের মধ্যে এই কমিটির রিপোর্ট উচ্চ পর্যায়ে জমা দেয়া হবে।


1