LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ মঙ্গলবার| ২৩ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

গাজীপুর শ্রীপুরে পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটার বন্ধের দাবীতে মানববন্ধন



শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ আব্দুর রহিম

পনেরো দিন যেতে না যেতেই টাকা শেষ হয়ে যাচ্ছে মিটারে অন্ধকার রাতে হঠাৎ করেই প্রিপেইড মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলে জ্বলছে না আলো মনে হয় বাপের ভিটা বিক্রি করে বিদ্যুৎ বিল রিচার্জ করতে হবে চাইনা সেই প্রিপেইড মিটার এ নিয়ে পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটার বন্ধের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার কয়েক হাজার ভুক্তভোগী গ্রাহক ।

১৯ জুন বুধবার বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ঘন্টাব্যাপী মানবপ্রাচারীর শেষে মহাসড়কে বিক্ষোভ করে প্রতিবাদ জানায় গ্রাহকেরা।

পরে এক প্রতিবাদ সমাবেশে অংশ নেয় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর শত শত গ্রাহক। এসময় বক্তারা বলেন, পূর্বের বিদ্যুতের মিটারের চাইতে প্রিপেইড মিটারে বিল বেশি আসে। কিছুদিন আগে অনেকের বাড়িতে প্রিপেইড মিটার প্রতিস্থাপন করে দেয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

যাদের অধিকাংশ লোকজনেই বাড়ি ভাড়ার উপর নির্ভরশীল, ভাড়া পাওয়া যায় মাসের নির্দ্দিষ্ট সময়ে। কিন্তু প্রিপেইড মিটার স্থাপনের পর নতুন সমস্যায় দেখা দিচ্ছে। এখন যে কোন সময়ই মিটারের টাকা শেষ হয়ে যায়, রিচার্জের তেমন কোন ব্যবস্থা থাকে না। এছাড়াও কোন খাতে কত টাকা কেটে নেয়া হচ্ছে তা জানারও ব্যবস্থা নেই। তাই আমরা এই প্রিপেইড মিটার চাইনা।

সাংবাদিক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও শেখ জসিম উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল,মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সভাপতি মোশারফ সরকার, জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম শিমুল, জেলা মহিলালীগ নেত্রী আঞ্জুমান আরা শিউলী প্রমুখ।মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সভাপতি মোশারফ সরকার বলেন, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গ্রাহকের মধ্যে এখনও অনেক লোক গরীব ও অসহায়।

হাজার হাজার গ্রাহক আছেন যারা কারখানা শ্রমিক। তারা এক মাস কাজ করে পরের মাসের ১০তারিখের পর বেতন পেয়ে থাকে। আগে মাসের বেতন পেয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করা হতো। কিন্তু প্রিপেইড মিটার স্থাপনের পর এখন অগ্রীম টাকা জমা দিলেই বিদ্যুৎ মিলছে। তাই ক্ষুদ্র ও মাঝারী গ্রাহকদের অগ্রিম টাকা জমা দিয়ে অনেকের পক্ষে বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এতে এসব ব্যবসায়ীরা ক্ষতির সম্মুক্ষিন হওয়ার আশংকায় ভোগছে।

শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল তার বক্ত্যবে বলেন, হঠাৎ করেই যখন তখন কার্ডের টাকা উধাও হয়ে যাওয়া,রিচার্জের পর শুরুতে মাত্রারিক্ত টাকা কেটে নেওয়াসহ নানা অনেক সমস্যার সম্মুক্ষিন হচ্ছে । অবিলম্বে এই প্রিপেইড মিটার তুলে নিয়ে পোস্ট পেইড মিটার পূণসংযোগের জোর দাবি জানাই। পাশাপাশাী বিদুৎ পেতে গ্রাহকদের হয়রানি ও প্রতারণার হাত থেকে বাঁচতে সরকারের দ্রæত কার্যকর পদক্ষেপ কামনা করছি।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ মাওনা জোনাল অফিসের উপ:মহাব্যবস্থাপক কামাল পাশা জানান, ডিজিটাল বাংলাদেশে সব ক্ষেত্রেই আধুনিকায়ন হচ্ছে। প্রিপেইড মিটার স্থাপন সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তের আলোকেই গ্রাহকদের পুরাতন মিটারের স্থলে প্রিপেইড মিটার প্রতিস্থাপন করা হচ্ছে। এ নিয়ে বিভ্রান্তির কোন ধরনের অবকাশ নেই।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের বিল জটিলতা থেকে গ্রাহকদের মুক্তি এনে দিবে প্রিপেইড মিটার। যত রিচার্জ-তত বিদ্যুৎ- এ নিয়মেই চলবে গ্রাহক। সময়ের সাথে তাল মিলিয়ে সবকিছু এগিয়ে চলছে। তাই পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সরকারের এ পদক্ষেপ প্রশংসার দাবি রাখে বলেও জানান তিনি।


1