LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ শুক্রবার| ১৯ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

মুন্সীগঞ্জের কৃতি সন্তানকে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী গজারিয়ায় সংবর্ধিত



রুবেল মাদবর, মুন্সীগঞ্জ প্রতিনিধি


মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত লাল সবুজের বাংলাদেশকে অপ্রতিরোধ্যে গতিতে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। এখন এগিয়ে চলছে দেশের সার্বিক উন্নয়নের কাজ। আর গজারিয়া উপজেলাও এই উন্নয়নের বাইরে নেই। এ উপজেলাকে শিল্প লে রূপ দেওয়ার কাজ চলছে। বাউশিয়ায় এপিআই শিল্পপার্কসহ নানা উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সংশিষ্টদের সঙ্গে আলোচনা করেছি মুন্সীগঞ্জ জেলা সদর ও গজারিয়ার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগস্থাপনের লক্ষ্যে মেঘনা নদীতে সেতু নির্মাণ করার জন্য। গজারিয়ার বধ্যভূমি সংরক্ষন ও উন্নয়নের লক্ষ্যে যেসব কাজ করতে হবে তার সবই করা হবে।

তিনি বলেন, তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পন করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ গণ সংবর্ধনা অনুষ্ঠানে জন্মস্থান গজারিয়া উপজেলাবাসী যে সম্মান দিয়েছেন, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাপ্তি। এ অনুষ্ঠানে একাধিক মন্ত্রীকে উপস্থিত করা হয়নি। গজারিয়ার প্রতিটি মানুষ আমার কাছে অনেক গুরুত্বপূর্ন।

গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। গজারিয়া উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ মো. লুৎফর রহমান ও গজারিয়া উপজেলা আ’লীগ সভাপতি মো. সোলেয়মান দেওয়ান।

এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আনিছুজ্জামান আনিছ, যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউল্লাহ, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌরসভার মেয়র মো. শহীদুল ইসলাম শাহীন, রামপাল ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বাচ্চু শেখ, মিরকাদিম পৌরভার পেনেল মেয়র হাজী আবদাল হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।


এদিকে নিজ এলাকার সন্তান প্রতিমন্ত্রী হওয়ায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপিকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। গজারিয়া উপজেলাবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে নৌকা প্রতীকের ক্রেস্ট দেওয়া হয়েছে। গজারিয়া উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এলাকার গর্বিত সন্তান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপিকে গণ সংবর্ধনা দেওয়া হয়।


অন্যদিকে সংর্বধনা অনুষ্ঠানকে ঘিরে বৃহসস্পতিবার সকাল থেকেই দুরদুরান্ত থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা গজারিয়া উপজেলা সদরের জড়ো হতে থাকে। বিকেল ৪ টায় গজারিয়া উপজেলা পরিষদ মাঠে গণসংবর্ধণার আয়োজন করা হলেও দুপুরে ১টার দিকেই প্রখর রোদের তাপ মাড়িয়ে কানায় কানায় পরিপূর্ন হয়ে ওঠে গণ সংবর্ধনাস্থল।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা সেতু অতিক্রম করে গজারিয়া উপজেলা সীমানায় প্রবেশের পরই চোখে পড়ে নিজ এলাকার সন্তান ফজিলাতুন নেসা ইন্দিরা প্রতিমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বড় বড় তোড়ন, ব্যানার, ফেস্টুনসহ নানা বৈচিত্রের বিলবোর্ড।

আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপির গণ সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে দুই দিন আগে থেকেই ভবেরচর থেকে রসুলপুর পর্যন্ত উপজেলা পরিষদে যাওয়ার খানা খন্দে ভরা সড়কটি বালি ও সুরকি দিয়ে সংস্কার করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া প্রতিমন্ত্রী আগমনকে ঘিরে গজারিয়া উপজেলায় বিভিন্ন পয়েন্টে ব্যানার, পোস্টার ও লিপলেটে ছেয়ে গেছে উপজেলার সর্বত্র।


এদিকে গণসংবর্ধণা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন ও সরকারি গজারিয়া কলেজের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।

পরে তিনি উপজেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমিয় সভা করে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড দ্রুত বাস্তবায়নে কাজ করে যাওয়ার তাগিদ দিয়েছেন। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, গজারিয়া উপজেলা চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. হাসান সাদীসহ প্রমুখ কর্মকর্তাগন।


1