LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ শুক্রবার| ১৯ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

আশুলিয়ার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা বাস ট্রাক ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার



ব্দুস সাত্তার, সাভার Channel 4TV : আশুলিয়ার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা বাস ট্রাক ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি, ১৮০ পিস ইয়াবা, ডাকাতি করা তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়। 

মঙ্গলবার ভোর রাতে নয়ারহাট এলাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় বেশ কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে যায়।

গ্রেফতার কৃতরা হলো-১) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার আদিত্যপুর গ্রামের জনিক মিয়ার ছেলে ফকরুল কবির শান্ত (২৩)। সে বর্তমানে সাভারের শাহীবাগ এলাকায় তালুকদার ভিলায় ভাড়া থাকে। ২) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কায়ামারিয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে অনিক ইসলাম হৃদয়( ২৩) । সে সাভারের রাজফুলবাড়িয়া জনৈক মুজিবের বাসায় ভাড়া থাকতো। ৩) সাভারের রাজফুলবাড়িয়া (নগর চর ) গ্রামের হামিদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন দুলু(১৯) । 

র‌্যাব -৪ এর নবীনগর ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল হামিদ জানান, গত ২২ মে ভোর রাতে গাজীপুরের চৌরাস্তা এলাকায় একটি ফিলিং স্টেশনে পাকিং করা একটি বাস ১৫/১৬জন ডাকাতি করে। পরে বাসের মালিক শামীম, হেলাপার সজুনকে হাত পা বেধেঁ গাড়ির সিটে ফেলে রাখে ডাকাত সদস্যরা। পরে চন্দ্রা, নীনগর, মির্জাপুর থেকে যাত্রী তুলে তাদের জিম্মি করে ডাকাতি করে । এসময় তারা ঈশ্বরদী থানায় পাশে যাত্রী তুলে ডাকাতির সময় গাড়ির চালক ও হেলপার কৌশলে জানালা দিয়ে ডাকাত বলে চিৎকার করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। এঘটনায় কয়েকজনকে ডাকাতকে আটক করলেও বাকীরা পালিয়ে যায়। পরবর্তীতে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের পর প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান আশুলিয়ার নয়ারহাট এলাকায় নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তিনজকে একটি বিদেশী পিস্তল , ৬রাউন্ড গুলি, ১৮০ পিস ইয়াবা, তিনটি মোবাইলফোন সহ গ্রেফতার করা হয়।  

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আন্তঃজেলা ডাকাত সদস্যরা ডাকাতির কথা স্বীকার করেছে। এছাড়া ২৫/২৬ জনের একটি চক্র রয়েছে। তারা মহাসড়কের পাশে পাকিং করা বাস ট্রাক ট্রার্গেট করে চালক , হেলপার দের জিম্মি করে ডাকাতি করে। এছাড়া তারা বাসের চালক, হেলপারদের মারধর, হাত,পাঁ, মুখ বেধেঁ পিছনের সিটে ফেলে রেখে নিজেরাই গাড়ি চালিয়ে যাত্রী উঠা নামা করে। পরে সুযোগ বুঝে নিরিবিলি স্থানে নিয়ে যাত্রীদের সব কিছু রেখে গাড়ি থেকে ফেলে দেয়। শুধু তাই নয় নারী যাত্রীদের শ্লীতহানির মত ঘটনা ঘটায় তারা।

সম্প্রতি ঢাকা আরিচা মহাসড়কের বাস ছিনতাই করে যাত্রীদের কাছ থেকে টাকা , অলংকার মোবাইল ফোন লুট করে মারধর , পিটিয়ে আহত করে এই চক্রটি। তাছাড়া কালিয়াকৈরের চন্দ্রা মোড় হতে ডাকাতির উদ্দেশ্যে ১৪/১৫ জন ডাকাত এসআই পরিবহনের পার্কিং করা একটি বাস নিয়ে বিভিন্ন জায়গা হতে যাত্রি উঠিয়ে মানিকগঞ্জের দিকে যায়। পথিমধ্যে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেট সহ অন্যান্য মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় চক্রটি। গত বছরের শেষের দিকে নবীনগর গলফ্ ক্লাবের বিপরীতে ভোরে রাঙ্গামাটি গামী শান্তি পরিবহনের একটি বাসকে  ০২ টি মোটরসাইকেলে ৪/৫ জন ও একটি লেগুনাতে ৮/১০ জন ডাকাত মিলে বেরিক্যাড দিয়ে থামিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে গাড়িতে উঠে যাত্রী এবং গাড়ীর স্টাফদের জিম্মি করে বাসের নিয়ন্ত্রন নিজেদের হাতে নিয়ে বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে গাড়িতে যাত্রী উঠায় এবং যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণংলকারও মোবাইল সেট সহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এসময় গাড়ীতে থাকা নারী যাত্রীদের শ্লীলতাহানী করে ডাকাত সদস্যরা। 

এভাবে তারা ঢাকা, মানিকগঞ্জ, নারায়ানগঞ্জ, কুমিল্লা, গাজীপুর, টাঙ্গাইল, পাবনা, বগুড়া সহ আস-পাশের জেলা সমূহে এ পর্যন্ত ৮০/৯০ টি ডাকাতির কথা স্বীকার করেছে তারা। চক্রটির বাকী সদস্যদে আটকে জন্য অভিয়ান অব্যহত থাকবে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

তাদের আশুলিয়া থানা হস্তান্তর করা হয়েছে ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


1