LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ বৃহস্পতিবার| ১৮ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

মুন্সীগঞ্জ সদরে একশত শজ্জা হাসপাতালের অবস্থা ডা. যখন দালাল. দালাল যখন চোর!



মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ডাক্তারদের দেখা যায় দালালদের ভূমিকা পালন করতে। অপরদিকে এখন হাসপাতালে ছিনতাইকারী আসতে হয়না। মহিলা দালালরাই চুরিতে পারদর্শী হয়ে উঠেছে। প্রতিদিনই হাসপাতাল থেকে চুরি হচ্ছে মোবাইল ও নদগ টাকা। মন্সীগঞ্জ সদর হাসপাতাল যে আমাদেরসমাজে এক বিষাক্ত নরদমা, রোগীদের সাথে ডাক্তারের আচরণে মনে হয় এখানে কোন মানুষের চিকিৎসা হয় না। সরকারী হাসপাতাল যেনো ডাক্তারের এজেন্ট অফিস। হাসপাতালের টয়লেটে মনে হয় ডোম ঘরের চেয়েও নিকৃষ্ট। প্রতিটি বহিঃবিভাগ এক একটি ক্লিনিকের নামে বরাদ্ব করা এজেন্টদের নামে নিলামকৃত,কোম্পানির এম আরদের দেখা যায় ডাক্তারের মানিব্যাগ। হাসপাতাল ভিতরে রোগীর উচপচে পরা ভিড় দেখে বুঝার কোন উপায় নাই যে কোন রোগীও এখান থেকে ভালো কোন চিকিৎসা পাচ্ছেন। মঙ্গলবার হাসপাতালে ভিজিটে গেলে দেখা যায় রোগী ভিতরে যেতে না যেতেই প্রিসক্রিপসন হাতে বের হচ্ছে। সরোজমিনে গেলেদেখা যায়, বহিঃবিভাগের রোগীর লাইনে বলে দেয় এখানকার ডাক্তাদের রোগী কিভাবে দেখেন।ভোক্তভোগী সাবিনা বলেন, আমি একজন রোগী নিয়ে হাসপাতালে ভর্তি করতে যাই। পরীক্ষা রিপোর্ট দেখাতে গেলে ডাক্তারের রুমের সামনে দাঁড়াতে দাঁড়াতেই একটু পরে ব্যাগে দেখি রোগীর ও আমার মোবাইল নেই। দোতালায় একজন মহিলার ব্যাগ থেকে মোবাইল ও নগদ টাকা ব্যাগ কেটে নিয়ে গেছে। এ ধরনের ঘটনা প্রতিদিনই ঘটে। এখানে দালাল ছাড়া অন্য কোন লোক এ সকল যায়গায় দাঁড়াতে দেখা যায় না। তবে দালাল ছাড়া কারা এখানে চুরি করে?কোন কোন ডাক্তার কোম্পানির ঔষধ নিজের গোডাউন থেকে এনে দেন, প্রিসক্রিপসনে লিখে দিলেই বেতনভূক্ত দালাল গিয়ে ঔষধ নিয়ে রোগীকে দিয়ে আসেন। ডা. বিদ্যুত হোসাইন সাহেব নিজে বেতন দিয়ে একজন তার নিজস্ব ঔষধ বিক্রির জন্য লোক নিয়োগ দিয়েছেন। তার প্রিসক্রিমসন উদ্ধার করে দেখা যায় প্রতিটি প্রিসক্রিপসনে ৫ বছর হইতে ৬০ বছরে রোগীকে শাহাতারা, পিত্তিমাজন ও একটি সাবান লিখে দেন তার প্রিসক্রিপসনে। রোগী আওলাদ হোসেন জানান, কোন রোগীই তার এই ঔষধ নেয়া থেকে বাদ যেতে পারবে না মনে হয়, মুন্সীগঞ্জ হাসপাতালে এই ঔষধগুলো বাধ্যতামূলক নিতে হবে হুলিয়া জারি হয়েছে। আমাকে দিয়েছিল পরে দেখি একটি দাতের মাজন তাও আবার দুটি নিতে হবে, শাহতারা বলবর্ধক সিরাপ, গায়ে মাখা সাবান যার মূল্য সাড়ে ৪শত টাকা।আওলাদ হোসেন জানান, আমি এই ওষধগুলো দেখে পুনরায় ফেরত দিয়ে নগদ টাকা ফেরত নিয়ে আসি।একাধিক অভিযোগে জানা যায়, বলার কি আছে এমন কথা গুলো মনের দুঃখে বলেন সদর হাসপাতালে আসা রহিমা বেগম (৫৫)। তিনি বলেন আমি আসলাম ডাক্তারের কাছে মৌ-মাছির মতো চারদিকেই আমার কাগজ টানাটানি এক পর্যায়ে রশিদটি ছিরে যায়। মনে হয় আমি পানিতে পড়ে গেছি, দালাল নামের লোকেরা আমাকে পানি থেকে উঠাতে এসেছে।হাসপাতালে বহিঃবিভাগে আসা মোঃ জাকারিয়া বলেন আসলাম হাসপাতালের সেবা নিতে এখন দেখি হাসপাতালে কোন সেবা নাই, হাফ ডজনের মতো টেষ্ট করতে বাহিরে যেতে হবে ভদ্র লোকেরে হাত ধরে ডাঃ দেখিযে দিলেন ভদ্র লোকের হাত।১০১ নং রুমের কথা যেনো সবারই পরিচিত। যে কোন রোগী যায় টিকেট কাউন্টারে,তাহার কি হইছে সেই দিক খেয়াল করে না করে ১০১ নং রোমে যেতে বলেন কাউন্টার বসা ভদ্রলোক। এমন এক বিষয় এমন এক সময়ে ১০১ নং রুমের কথায় সবার কাছে তেমন ভালো না লাগলে ও যেতে বাধ্য রোগীরা। ডাঃ নাই রোগীর লাইন বড় এই কথা কারোর কাছেই বলা যাবে না। কারণ কিছুক্ষনের মধ্যেই বড় ডাঃ এসে পড়বে এবং ঠিকই আসেন ২০ মিনিটে ৩০জনের সেবা দিয়ে রুম পরিস্কার করেন আমাদের ১০১ নং রুমের ডাক্তার সাহেব। ঔষদের কথা বলার কিছুই নাই যেমন ডাঃ তেমন তার ঔষধ, এমন যদি চলতে থাকে আমাদের সরকারী হাসপাতালে। তবে কোন এই হাসপাতাল? এমন হাসপাতালের দরকার নাই বলে জানান, আমেনা খাতুন নামের-রোগীর সাথে আসা গার্ডিয়ান। কথাগুলো খুব দুঃখ করে বলছিলেন হাবিবা নামের রোগীর গার্ডিয়ান মোসাৎ আমেনা খাতুন। তিনি আরো বলেন আমার দেখা রোগীকে ঔষধ তো দিলেনই না বরং এক গাদা পরিক্ষা দিয়ে দিলেন এবং তারচেম্বারে পরিক্ষার রির্পোট নিয়ে দেখাতে বললেন।জরুরী বিভাগের কথা যেনো না বললেই মনে কোন তৃপ্তি পাওয়া যায় না। হাসপাতালের কলিজা হলো হাসপাতালের জরুরী বিভাগ। এখানে জরুরী চিকিৎসার নামে চলে মানুষকে বোকা বানানো। এমনও দেখা যায় কারো কোন কাটাছিড়া নিয়ে আসলে দশটি সিলির জন্য যে ঔষধ বা মেটারিয়াল দরকার হয় একটি সেলাই করার জন্যও একই পরিমাণ ঔষধ আনার জন্য লিখে দেয়া হয়। যার পুরোটাই বাহিরের ফার্মেসী থেকে নগদ টাকা দিয়ে কিনে আনতে হয়।এমনই এক রোগী সোলেমান গুরুতর কাটা নিয়ে আসেন হাসপাতালে। চিকিৎসা শেষে তিনি বলেন, হাসপাতাল হতে কোন টিটেনাজ ইনজেকসন দেয়া হয় না বললেই চলে। এমন অবস্থায় আমাদের মতো আসা রোগীদের করণীয় জরুরী বিভাগের কথা মেনে নেয়। তাই জরুরী বিভাগ যা বলে তাই আমাদের মতো রোগীদের বাধ্যতামূলকভাবে পালন করতে হয়। তিনি মনে করেন তা না হলে চিকিৎসা উল্টো হবে।রোগী আওলাদ (২৬) জানান, আমি হাসপাতাল কখনো আসি নাই, আর এখন এসে যা দেখতে পারলাম যে ১১০নং রুমের ডাক্তাররা হলো বড় কসাই। ব্লাড পরিক্ষা ডাক্তারের নিয়োজিত ল্যাবে কেনো করলাম না? এই নিয়ে খুবই রেগে গেলেন তিনি। ঔষধ দিয়েছেন হারবাল ডাক্তার, ডাক্তারের চেহারা মনে হয় তিনি এক জনঔষধ কোম্পানির লোক, তার মন মতো ঔষধ দেয়ার নিয়মে বলা যায়। একটি জেলার এতো বড় হাসপাতাল মানুষকে বোকা বানায়, কারো কিছুই বলার নাই বলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন মনে হয় আমরা মগার দেশে বাস করি।রোগের ঔষধ দেয়ার পর বাড়তি একহাজার টাকার বোনাজী ঔষধ দেয়ার ফরে আমার মনের অবস্থা ও ডাক্তারের মুখের ভাষা এতো কর্কশ হয় আমার জানা ছিল না, আজদেখলাম। বোনাজী ডাক্তারে শক্তির উৎস কোথায়? তিনি বলেন, ডাক্তারের বাড়ীমুন্সীগঞ্জ সদরে। । হাসপাতাল এলাকায় প্রচুর কিছু বন্ধু রয়েছে ।১০১ নং রুমে কে বসেন? জানতে দেখা মিলে হাসপাতালের আর এম ও সাহেবকে। যিনি হাসপাতাল ডিউটি শেষে একটি প্রাইভেট ক্লিনিকে সেবা দেন। সকাল ১০টাথেকে দুপুর পর্যন্ত চলে হাসপাতালে রোগী দেখে পরীক্ষা ও ঔষধ লিখার কাজ।বিকাল হলে শুরু হয় তার সারা দিনের ক্লিনিকে পরীক্ষা করতে দেয়া রোগীর রিপোর্ট দেখার কাজ। আর রিপোর্ট দেখার ভিড় জমে, রিপোর্ট দেখতে ভিজিট নেয়া হয় ৫০০টাকা মাত্র, ভিজিট দিয়ে পরীক্ষার রিপোর্ট দেখিয়ে এসেছেন এমনঅনেক রোগী অভিযোগ করেছে।অনুসন্ধানকালে দেখা মিলে এমন শতশত রোগী, যাহারা প্রতিনিয়ত সরকারী হাসপাতালে এসে ডাক্তারের সামনে নিয়োজিত এজেন্টদের মাধ্যমে প্রতারিত হচ্ছেন। এমন এক সময় গিয়ে দেখা যায় ১০১ নং ও ১১০নং রোমে রোগীদের হুমড়ী খেয়ে দাড়ানো, ১০১ ডাঃ নাই রোগীদের লাইন, ১১০ নং রোমে ডাঃ আছেন তবে রোগীদের ক্রয়কৃত ঔষধ সঠিক নেওয় হলো কি না তাহা পরিক্ষার জন্য প্রদর্শনকরা, সব মিলিয়ে গোপাল ভারের রাজ্য সভার গল্প কাহিনী চলছে, ডাক্তারের দেয়া দন্ত মাজন ও শক্তি বর্ধক সিরাপ ও সাবান নেয়া হলো কি না তাহার তদারকিতে ব্যাস্ত ডাক্টার মহাশয়।মুন্সীগঞ্জ সদর হাসপাতালের ১১০ নং কক্ষের হরবালের ডা: বিদ্যুত হোসাইন জানান, আমাকে সরকার এই হাসপাতালে নিয়োগ দিয়েছেন এই ঔষধগুলো লেখার জন্যই। আর আমি এই ঔষধগুলো লিখলেই আমার ক্রেডিট।প্রতিবেদক তাকে ফোন করে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি রাগ হয়ে বলেন, আমার বাড়ি মুন্সীগঞ্জে। আমি যে কে আপনি জানেনই না। আপনি হাসপালের সুন্দর পরিবেশ সম্পর্কে কিছুই জানেন না। জানলে আমাকে এই প্রশ্ন করতেন না।এ বিষয়ে সিভিল সার্জন ডা: সিদ্দিকুর রহমান জানান, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে কিন্তু প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতেপারছি না।হাসপাতালে যিনি স্লিপ লিখেন তিনি হাসপাতালের ১১০ ও ১০১ নং কক্ষেই পাঠিয়ে দেন সকল রোগীদের। ফলে প্রচন্ড ভীড় লেগে থাকে এই দুইটা কক্ষে। এমনকি সন্ত্রাসী মানিকের ভাই মুন্নাকেও ১১০ নং কক্ষের গেটে রাখা হয়েছেরোগীদের প্রবেশ মুখে। এ সকল সমস্যা কাটিয়ে মুন্সীগঞ্জের হাসপাতালটি একটি মানব সেবার হাসপাতালে পরিণত হউক এই কামনা করছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা সকল রোগী ও ভোক্তভোগীরা।


1