LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ বৃহস্পতিবার| ২৫ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

বাদলগাছীতে পুলিশের নামে চাঁদাবাজীর অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে।



জয়পুরহাট আক্কেলপুর প্রতিনিধিঃ নিরেন দাস।
 
নওগাঁ জেলার বদলগাছী উপজেলাতে ডিবি পুলিশের নাম ভাঙিয়ে মাদক মামলার ভয় দেখিয়ে চার্জশিট থেকে নাম বাদ দেয়ার জন্য এক যুবকের পরিবার থেকে মোটা অঙ্কের টাকা নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। তিনি উপজেলার বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ আয়েন উদ্দীনের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ মুক্তি বলে জানা গেছে। ভুক্তভোগী ওই যুবক একই ইউনিয়নের ঢেকরা গ্রামের মৃতঃ কছিম উদ্দিনের ছেলে শাহিন আলম ওরফে সেজু (২৬)
গত ১৪ নভেম্বর রাতে এ ঘটনাটি ঘটে।
বদলগাছী থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাত ৮টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের মির্জাপুর সূর্যকান্তির মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ একই এলাকার আবদুস সাত্তার শেখের ছেলে মাদক ব্যবসায়ী সাখাওয়াত হোসেনকে (৪০) আটক করে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা গোয়েন্দা পুলিশের এএসআই শাহাদত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। ওইদিন তিনি বাদি হয়ে রাত সাড়ে ১০ টার দিকে আটক সাখাওয়াত হোসেনকে আসামি করে বদলগাছী থানায় একটি মামলা করেন। পরদিন ১৫ নভেম্বর আটক সাখাওয়াত হোসেনকে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস থেকে শাহিন মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। গত ১৪ নভেম্বর মাদক ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের সঙ্গেই ছিল শাহিন আলম। পুলিশ সাখাওয়াত হোসেনকে আটক করলেও শাহিন আলম সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পর থেকে শাহিন আলম তার বাড়িতেও ছিল না। রাত প্রায় ২টার দিকে চেয়ারম্যানের ছেলে আহসান উল্লাহ মুক্তি ভুক্তভোগী শাহিন আলমের বাড়িতে গিয়ে শাহিনের নামে মামলা হচ্ছে বলে ভয় দেখান। এসময় মামলা থেকে বাঁচতে শাহিনের পরিবারের কাছে এক ঘণ্টার মধ্যে ৬০ হাজার টাকা দাবি করেন মুক্তি।
এছাড়া আহসান উল্লাহ মুক্তি প্রভাবশালী হওয়ায় এলাকায় গোপনে মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করেন বলেও অভিযোগ রয়েছে।
 
ভুক্তভোগী শাহিনের মা শেফালি বলেন, রাতে ছেলে বাড়িতে না আসায় ছেলের বউ, নাতি ও আমি কান্না করছিলাম। এসময় আহসান উল্লাহ মুক্তি এসে ছেলের নামে মামলা হচ্ছে বলে ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা দাবি করে। গরীব মানুষ আমি ঢাকায় বিভিন্ন বাড়িতে কাজ করে সংসার চালাই। ১৫-২০ দিন হলো গ্রামের বাড়িতে এসেছি। তিনি বলেন, মুক্তি আরো ভয় দেখায় টাকা না দিলে পুলিশ এসে ঘরের ইট খুলে নিয়ে যাবে। আমাদেরও ধরে নিয়ে যাবে।
 
তাই দ্রুত টাকার ব্যবস্থা করে ডিবি পুলিশকে দিয়ে নাম কেটে নিতে হবে। এক ঘণ্টা সময় বেঁধে দেয় টাকা সংগ্রহের জন্য। রাতেই আমি বিভিন্ন জনের কাছ থেকে ৩০ হাজার টাকা সংগ্রহ করে স্থানীয় সেকেন্দার আলী ওরফে ইসকেনের হাত দিয়ে মুক্তির হাতে টাকাগুলো দিই। পরে মামলার চার্জশিট উঠিয়ে দেখি আমার ছেলের নামে কোনো মামলা নেই। মামলার ভয় দেখিয়ে কেন আমার কাছ থেকে টাকাগুলো নিয়েছে আমি এর বিচার চাই।
এ বিষয়ে জানতে সেকেন্দার আলী ওরফে ইসকেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৩০ হাজার টাকা আহসান উল্লাহ মুক্তিকে দেয়া হয়েছে। ওই টাকাগুলো আবার মুক্তি ডিবি পুলিশকে দিয়েছে।
এ বিষয়ে আহসান উল্লাহ মুক্তি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন কিছু ব্যক্তি এটি রটিয়েছে আমি কোনো টাকা নিই নি। 
এবং আমি আমার এলাকা মাদকমুক্ত করতে আমি যথেষ্ট তৎপরতা চালিয়েছি বলেই আমার নামে মিথ্যা অভিযোগ তুলেছে কিছু চক্র মহল।
এ বিষয়ে জানতে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডিবি পুলিশের নাম ভাঙিয়ে কেউ টাকা নিয়েছে তা আমার জানা নেই। তবে যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।


1