LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ শুক্রবার| ১৯ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

রাজনৈতিক ছত্রছায়ায় মুন্সীগঞ্জ বাংলাবাজারে বসতবাড়ী দখলের পায়তারা



স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর থানার বাংলাবাজার এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় বসতবাড়ী দখলের পায়তারায় এলাকায় চাপাক্ষোভ বিরাজ করছে। মহেষপুর পশ্চিম কান্দি গ্রামের মোঃ মোবারক মিঝি গংদের বসতভিটি দখল করার পায়তারা করছে স্থানীয় আওয়ামিলীগ নেতা ইসমাইল ও বাতেন সিকদার গং। এমনই এক অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে যায় এমসিটিভির একটি টিম। ঘটনার সত্যতাও পায় এমসিটিভির এই টিম। এলাকারা বেশ কিছু বখাটে ও মাদক ব্যবসায়ী মিলে মোবারক গংদের বসতভিটা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই চক্রটি। শুধু একটি বাড়ীই নয় এই রকম আরো একাািধক বাড়ী দখলের পায়তারা করছে এই চক্রটি। অনুসন্ধানে জানা যায়, ভিটি বাড়ী নান্নু মিজি ক্রয়য়ের পূর্বে আরো কয়েকবার বিক্রি হয়। সর্ব শেষে ১৯৮৬ সালে নান্নূ মিঝি ক্রয় করেন হাকিম আলী খাঁ ও রফিকউদ্দিনের নিকট হতে। দলিল মূলে ক্রয় করে দীর্ঘ দিন বসবাস করে আসছেন নান্নু মিজি ও তার পরিবার। অন্য একটি সূত্র থেকে জানা যায়, মোট জমির কিছু অংশ খাস খতিয়ানে রহিয়াছে। আর উক্ত ভূমি নান্নু মিজিই ভোগ দখল করে আসছেন। আর সেই ভোগ দখলকৃত ভূমি একজন নব্য আওয়ামীলীগ হয়ে দখল করার পায়তারা চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে এমনই অভিযোগ পাওয়া গেছে অনুসন্ধানে। যেখানে মূল দলিল মূলে নাম জারিকৃত হওয়া ভূমি দলিল থাকা স্বত্বেও ইসমাঈল ও বাতেন সিকদার গং একের পর এক নিরীহ লোকদেরকে ভয় ভিতি দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায়ের জন্য বিভিন্ন অজুহাত খুঁজতেছে। এমন অভিযোগ করেছে নান্নু মিজির পরিবার। মৃত: নূর মোহাম্মদের স্ত্রী লাকী আক্তার (২৫) জানান, আমার স্বামী মারা যাওয়ার পর থেকেই আমি বাবা বাড়িতে আছি। তবে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় সন্ত্রাসী কানা রফিক, জসিম উদ্দিন, সালাউদ্দিন গংরা অকারণেই আমাদের ঘরের টিনের বেড়ায় ধাক্কাধাক্কির পাশাপাশি বেড়ার টিন বাড়ীর আঘাতে টেপ পরে আছে এবং বাড়ী ছেড়ে যাওয়ার জন্য গালিগালাজ করে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মরিয়ম বেগম, স্বামী- হারুন-অর-রশীদ জানান ইসমাঈল ও বাতেন গং মিলে এলাকার বেশ কিছু সন্ত্রাসী আমাদের জায়গা-জমি ও ভিটিবাড়ি দখলের পায়তাঁরা করছে। রাতবিরাতে নেশাগ্রস্থ লোকেরা বাড়ির উঠানে এসে বাড়ি ছাড়ার হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। স্থানীয় সন্ত্রাসী ঈসমাইল সরকার, বাতেন সিকদার, বাবুল মোল্লা ও রফিক গং মরিয়ম বেগমকেও হুমকি দিয়ে বলেন, হিন্দুদের জমি দখল কইরা অনেক খাইছোস এইবার তাড়াতাড়ি জায়গা ছাড়। যেখানে সাইন বোর্ডে লিখা আছে মোকদ্দমা নং ১ম যুগ্ম জেলা জজ আদালত দেওয়ানি মামলা নং ৫৪৭/২০১৪ বাদী মোঃ হযরত আলী মুন্সী বিবাদী মোঃ তাজুল ইসলাম গং মৌজ্জা চর বানিয়াল, খতিয়ান নং ২৪৮, সিএস ৩০১,৬৪৬,৭৫৩,৭৬০ আর এস খতিয়া ২৮৬,১৭৭৫,১৭২০ চলমান মামলাতে কি করে ইসমাঈল ও বাতেন সিকদার গং আমাকে এই বাড়ী থেকে উচ্ছেদের জন্য বার বার হুমকী দিয়ে যাচ্ছে? এমনই প্রশ্ন করেন মরিয়ম বেগম। এ বিষয়ে চর বানিয়ালের মহেশপুর পশ্চিমকান্দি বাসিন্দা, মাসুদ রানা বলেন, ইসমাঈল ও বাতেন সিকদার গং নান্নু মিঝির ভিটি বাড়ী ও মরিয়ম বেগমের খরিদা ভূমি দখল করে নেওয়ার পরিকল্পনা করছে। প্রায় ৩০ বছর যাবৎ ক্রয় সুত্রে ভোগ দখল করে আসছেন নান্নু মিজি। আর সেই ভূমি নকল ওয়ারিশ সাজিয়ে অর্থ আদায়ের মতলব আটছেন নব্য আওয়ামীলীগ নামধারী নেতা। এলাকার বেশ কিছু মাদক সেবনকারী, সন্ত্রাসী ও একাধিক মামলার আসামীদের নিয়ে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে বলে জানান তিনি। অভিযোগ কারী নান্নু মিজির ছেলে মোঃ মোবারক হোসেন বলেন, পাওয়ার অফ এটর্নি নিয়ে ক্ষমতার জোড়ে আমার জমি, বসতভিটে, বাড়ি দখল করতে চায় এই সন্ত্রাসী ভূমিদস্যু গ্রুপটি। এ বিষয়ে থানায় যোগাযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে, নান্নু মিজির ছেলে মোবারক আরো জানান, থানায় অভিযোগ করিনি তবে কোর্টে দেওয়ানি মামলা করেছি। আমরা সাধারণ লোক আর অভিযুক্তরা স্থানীয়রা নব্য আওয়ামীলীগ পরিচয়দানকারী সন্ত্রাসী। আওয়ামীলীগের নব্য সন্ত্রাসীরা আমাদের মেরে ফেলারও হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। ফলে আমরা পরিবারের সকল সদস্য চরম আতংকে দিনতিপাত করছি। অন্য এক প্রশ্নের জবাবে মোবারক মিজি জানান আমার পিতা অসুস্থ্য আমি নিজে বাদী হয়ে কোর্টে দেওয়ানি মামলা করেছি। গত ১৭ই নভেম্বর বাংলাবাজারে গেলে জনু মিজি ৩২ (আমার বড় ভাই) কে মারধর করে রফিক, সালাউদ্দিন, বাতেন সিকদার সহ আরো কয়েকজনকে মারধর করে এবং উলঙ্গ করে ছেড়ে দিয়েছে এমন অভিযোগ করা হয়েছে দেওয়ানি মামলায়। এমন বিষয় বাদীর কথার পরিপ্রেক্ষিতে এলাকার নব্য সন্ত্রাসী বলে চিহ্নিতদের সাথে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি। তাদের সেল ফোনের নাম্বারও বন্ধ পাওয়া গেছে। প্রধান অভিযুক্তদের মধ্যে বাতেন সিকদারের ০১৭১২৫২২১১ সেল ফোনে একাধিকবার ফোন দিলে রিং বাজলেও তিনি তার সেলফোনটি রিসিভ করেননি। এ বিষয়ে ইসমাঈল সিকদার জানান আমার বাড়ী হতে অনেক খানি দুরেই মোঃ নান্নু মিঝির বাড়ী। তবে আমি আওয়ামীলীগের সভাপতি তাই বাংলাবাজারের সকল ওয়ার্ডে আমার দেখাশুনা করতে হয়। আমি কোন সন্ত্রাসীদের নিয়ে চলি না, আর আমার দলে মাদক সেবনকারী কোন নেতা-কর্মী নেই। আমার ইউনিয়নে কোন সন্ত্রাসীদের ঠাই নাই। নান্নু মিজির জমির কোন কাগজ বা দলিল দেখাতে পারে নাই এমন অভিযোগ করে তিনি বলেন আমার লোক জনের মাধ্যমেই উক্ত জমির ক্রয়-বিক্রয় হয়। কার নামে জমির দলিল হয় এমন প্রশ্নের জবাবে তিনি কোন নাম বলতে পারেন নাই। তবে পরে জানাবেন বলে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইসমাঈল জানিয়েছেন। নান্নু মিজির মতো মরিয়ম বেগমেরও এই জমির কোন দলিলপত্র নাই। যদি বৈধ্য কাগজপত্র তারা দেখাতে পারে তবে জমি ও বসতভিটা তাদেরই থাকবে। তাদের কাছে দলিলাদি থাকলে আমার কোন লোকজন সে জমি বা বসতভিটায় যাবে না এমনটিই বলেন আওয়ামীলীগ নেতা ইসমাঈল । এ বিষয় বাংলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মতুর্জাাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, বিষয়টি নিয়ে কয়েকদফা বিচারে বসা হয়েছে কিন্তু কোন ফয়সালা করা সম্ভব হয়নি। জেলা আওমীলীগদের কথাই বাংলাবাজারের নেতারা মানে না, সেখানে আমার কথা এখানকার নেতারা কি মানবে? আমার বিচারের রায় না মানলে আমার কিছুই বলার নাই। বাতেন সিকদার ও ইসমাঈল শহর নেতাদের কারণে আমাদের বাংলাবাজার ইউনিয়নে নানা অপকর্ম করে যাচ্ছে এলাকায়। কিন্তু বিশেষ করে এই বিচারের বিষয় নিয়ে মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতাদের কাছে একাধিক বার যাওয়া হয়েছে। বিচার প্রার্থীরা বিচার না পেলে আমার কিছু বলার নাই, করারও নাই। তারা দলীয় প্রভাব খাটিয়ে এলাকার মানুষের ঘুম নষ্ট করছে বলেও জানান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মতুর্জা। বাংলাবাজার ইউনিয়নের বর্তামান চেয়ারম্যান সোহরাব হোসেন পীর জানান, আমার আগের চেয়ারম্যান এই রকম কিছু বিচার আচার করছেন। এই বিষয় আমার কাছে তেমন কোন অভিযোগ কেউ দেননি। যদি স্থানীয়ভাবে উভয় গ্রুপ ইউনিয়ন পরিষদের আদালতে সালিশে বসেন তবে আমি এর ন্যায়বিচার করার চেষ্টা করতে পারি। যদিও এলাকার রাজনৈতিক পরিবেশ একটু ঘোলাটে, কেউ কারো কথা শুনে না বলেও বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন পীর অভিযোগ করেন।


1