LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ বৃহস্পতিবার| ২৮ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

শুধু দুর্নীতিই না এবার গাংনীর চিৎলা ভিত্তি পাট বীজ খামার কর্মকর্তাদের উদাসিনতায় সাধারণ কৃষকদের ১০ বিঘা ফসলের জমি পানির নিচে



এম এ লিংকন,মেহেরপুর প্রতিনিধিঃ কর্তৃপক্ষ উদাসিন নানান অনীয়ম যেখানে নিত্য দিনের স্বাভাবিক ঘটনা।অনীয়ম ছাড়া একটি দিন অতিবাহিত হওয়াকে এখানে অস্বাভাবিক বলে বিবেচিত করা হয়। মেহেরপুরের গাংনী উপজেলাধীন চিৎলা পাট বীজ খামারে চলে অনীয়মের প্রতিযোগিতা। এখানে যে যত অনীয়ম করবে সে ততই সফল বলে বিবেচিত হয়। ভিতরে অনীয়মতো খুবই স্বাভাবিক এখানকার কর্মকর্তারা বাইরের লোকজনও তাদের অত্যাচারে রেহায় পাচ্ছেন না। এ প্রতিষ্ঠানটির অনীয়মের খবর এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় অনেকবার প্রকাশিত হয়েছে। সংবাদ প্রকাশের পর কিছুদিন ভালো থাকলেও আবারো  অনীয়ম কর্মকান্ড চালু করে। চিৎলা ভিত্তি পাট বীজ খামারে তিন জন ডি এ ডি তিনটি ব্লকের দ্বায়িত্ব পালন করে থাকেন। তিনজন ডিএডি হলো দক্ষিন ব্লকের মোঃ ইমদাদ হোসেন, উত্তর ব্লকের  আঃ বাতেন ও মধ্য ব্লকে অনিমেষ বাবু। এই তিন ডিএডির মধ্যে অনিমেষ বাবু নতুন যোগদান করেছেন। আর বাকি দুজন প্রায় ১২ বছরের অধিক সময় এখানে অনীয়ম কায়েম করে যাচ্ছেন বলে বিভিন্ন সুত্র থেকে জানা যায়। দক্ষিণ ব্লকের পশ্চিম পাশে খামার সংলগ্ন স্থানীয় কৃষকদের আবাদি জমি রয়েছে। সেখানে কৃষকরা বিভিন্ন প্রকারের ফসল লাগিয়েছেন এবং নতুন ধানের বীজতলা করেছেন। কৃষকদের মতে খুব ভালো অবস্থা ছিলো তাদের ফসল ও বীজ তলার। কিন্ত বাড়া ভাতে ছাই ঢেলে দিয়েছে দক্ষিণ ব্লকের দ্বায়িত্বে থাকা ডিএডি ইমদাদ হোসেন এর উদাসিনতা। তার উদাসিনতার কারণে কৃষকদের প্রায় ১০ বিঘা ফসলি জমি বর্তমানে পানির নিচে। এলাকার গরীব কৃষক মানব সৃষ্ট অর্থাৎ চিৎলা ভিত্তি পাট বীজ খামারের ডিএডি মোঃ এমদাদ হোসেন এর খামখেয়ালি পনায় স্থানীয় কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়ে আজ দিশেহারা। পানির নিচে এলাকার ১০ বিঘা জমিতে ধানের বীজতলা উঠতি ফসল ও নতুন ধান রয়েছে। পানির নিচে চলে যাওয়ায় জমির ঐ ফসল গুলো সব বিনষ্ট হয়ে গেছে বলে ভুক্তোভুগি কৃষকরা জানান। কৃষকরা এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্তাব্যাক্তিদের জানালেও তারা কৃষকদের কোন কথাতে কান দেননি বলে জানান ভুক্তোভুগি কৃষকরা। ভুক্তোভুগি কৃষকরা তাদের এ ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন। এদিকে এ বিষয়ে জানতে চাওয়া হলে দক্ষিণ ব্লকে দ্বায়িত্বে থাকা ডি এ ডি এমদাদ হোসেন জানান, পানি সাধারণ চাষিদের জমিতে গেছে এ বিষয়টি আমাদের তারা জানিয়েছে। এটা আমাদের দ্বায়িত্বের অবহেলা নয়। বরং তাদের জমি নিচে হওয়ায় অনেক সময় পানি নিচের দিকে যেতে পারে। তাছাড়া স্থানীয় কৃষকরা নিজেরা আমাদের জমির আইল কেটে পানি নিয়ে থাকে। কৃষকরা তাদের নিজের ক্ষতি কেন করবে এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি ডি এ ডি এমদাদ হোসেন। চিৎলা পাট বীজ খামারের কর্তৃপক্ষের এখানেই খামখেয়ালি পনার শেষ নয় বলে স্থানীয়রা আরো জানান, দীর্ঘ দিন যাবৎ এখানে ডি এ ডি হিসেবে তারা কর্মরত আছেন। তারা এ প্রতিষ্ঠানের উৎপাদিত পন্য সম্পর্কে সরকারের কাছে সঠিক তথ্য দেয়না। জানা যায়, চলতি মৌসুমে চিৎলা পাট বীজ খামারে পাটের বীজ উৎপাদনে ব্যাপক পুকুরচুরির ঘটনা ঘটছে। পাটের বীজ বা তুষা ছাড়ানোর পর তার কাঠি বা খড়ি গুলো প্রকাশ্যে নিলামে বিক্রয় করার নিয়ম থাকলেও এখাসে গোপনে নিলাম ডাকা হয় আর কাগজে কলমে নিয়ম রক্ষা করা হয় মাত্র। পাটের খড়ি কখন বা কোথায় কার কাছে নিলাম দেওয়া হচ্ছে এ বিষয়টি শুধু মাত্র ঐ তিন ডি এ ডি আর এর ক্রেতারাই জানেন। পাটের বীজের বিষয়ে অনীয়মের বিষয়টি এখানেই শেষ নয়। এক্ষেত্রে সু-কৌশলে বড় ধরনের অনীয়ম করা হয়ে থাকে বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানিয়েছেন, পাট বীজ খামারে নাম মাত্র পাট থেকে তুষা ছাড়ানো হয়। যেখানে নিয়ম আছে অন্তত ৯৮ শতাংশ তুষা বা বীজ ছাড়াতে হবে। এক্ষেত্রে দেখা যায় এ নিয়ম রক্ষা না করে বাইরের ক্রেতাকে বিশেষ শর্তে ও কৌশল অবলম্বন করে বীজ বা তুষা সহ তাদের কাছে বিক্রয় করা হয়। এর ফলে সরকার তার উৎপাদিত বীজের সঠিক পরিমান সহ মুল্য থেকে বঞ্চিত হলেও খামারের তিন কর্তব্যাক্তিদের পকেটে ঠিকই লাভের অংশ চলে যাচ্ছে শুধু লোকসানের দ্বায় নিতে হচ্ছে দেশের সরকারকে। এদিকে এ বিষয়ে জানতে চাওয়া হলে মধ্য ব্লকে দ্বায়িত্বরত ডি এ ডি  অনিমেষ বলেন পাটের তুষা কতটুকু ছাড়াতে হবে তা আমার জানা নেই তবে যতটুকু সম্ভব ততটুকু নিতে হবে। বাইরে পাটের তুষা ছাড়ানোর বিষয়ে তিনি অস্বীকার করে বলেন খামারের পাটের তুষা বা বীজ বাইরে নিয়ে বীজ বের করা অসম্ভব। তবে তুষা বের করে পাটের শুধু খড়ির অংশ টুকু নিয়োগ প্রাপ্ত শ্রমীকরা নিতে পারে  তাও নিয়মের ভিতর থেকে। গাংনীর চিৎলা ভিত্তি পাট বীজ খামারে প্রত্যেকটি ক্ষেত্রে অনীয়ম হচ্ছে বলে খামারের পার্শ¦ বর্তি বাসিন্দারা জানান। স্থানীয়রা দেশের এ সম্পদকে সুষ্ঠভাবে তদারকি করে সরকারকে লোকসানের হাত থেকে রক্ষা করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করেছেন।


1