বাল্য বিবাহ প্রতিরোধে সরকার সব ব্যবস্হা নিয়েছে বলে, জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি । সকালে রাজধানীর টিএসসিতে শিশুদের রেলিতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, রেলি ও শিশুএকাডেমিতে আলোচনার সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি’র বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, গ্রাম কিংবা শহরে সব কর্মকান্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও সমমজুরী নিশ্চিত করতে হবে। আগামী দিনের ভবিষ্যত স্বপ্ন নিয়ে কিশোরী ও কন্যা শিশুদের তৈরী করার আহবান জানান তিনি। পাশাপাশি নির্যাতন এবং বৈষম্যমুক্ত পরিবেশ গড়ে তোলার আহবান জানান মেহের আফরোজ চুমকি ।