LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ মঙ্গলবার| ২৩ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

আদিতমারী হাসপাতালে পথ্য সরবরাহ কাজে ঠিকাদার নিয়োগে অনিয়ম




আসাদুজ্জামান সাজু, লালমনিরহাটঃ


লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের পথ্য সামগ্রী সরবরাহ কাজে ঠিকাদার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্রের শর্তাবলী মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র দাখিলকারী ও নি¤œ দরদাতা ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে অনৈতিকভাবে অসম্পন্ন কাগজপত্র দাখিল করা উচ্চ দরদাতা ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছে। এতে সরকারের আর্থিক অপচয় সাধন করে লালমনিরহাট সিভিল সার্জন কাশেম আলী নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছেন বলে বঞ্চিত ঠিকাদাররা অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে এরই মধ্যে উচ্চ আদালতে এক ঠিকাদার মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন বলেও একাধিক সুত্র নিশ্চিত করেছে।

অনুসন্ধানে জানা যায়, ২০১৭-২০১৮ অর্থ বছরে ওই হাসপাতালের পথ্য সামগ্রী সরবরাহের জন্য গত ২৫ জানুয়ারী একটি জাতীয় দৈনিক পত্রিকায় পুনঃদরপত্র বিজ্ঞপ্তি আহ্বান করা হয়। এতে ছয়টি দরপত্র দাখিল করে ঠিকাদারগণ। ৭ ফেব্রুয়ারী লালমনিরহাট সিভিল সার্জেন কার্যালয়ে দরপত্র বাছাই করা হলে বাছাইয়ে অসম্পন্ন কাগজপত্র দেখিয়ে মেসার্স টিটন কনস্ট্রাকশন ও স্থিতি না থাকায় মেসার্স আবদুর রাজ্জাক লেবু নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাতিল করে কর্তৃপক্ষ। অবশিষ্ট মেসার্স আদেল ট্রেডার্স, আবু বক্কর সিদ্দিক, মাহবুবুল হক, জমশেদ আলী এই চার ঠিকাদারী প্রতিষ্ঠানের মধ্যে সর্বনি¤œ দরদাতা দেখিয়ে আদিতমারী উপজেলা ছাত্রদলের সা.সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিককে গত ২৮ ফেব্রুয়ারী কার্যাদেশ দেয়া হয়। কিন্তু দরপত্রের শর্তাবলী অনুযায়ী কাজ পাওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে সর্বনি¤œ ৫০হাজার টাকা স্থিতি থাকার বিধান থাকলেও সেখানে ওই সময় মোঃ আবু বক্কর সিদ্দিকের স্থিতি ছিল মাত্র ৮শ ১৫ টাকা। এমনকি দরপত্র দাখিলের সময় স্থিতির কাগজও ছিল না তার। এরপরও অনৈতিক সুবিধা আদায় ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়ম বর্হিভূতভাবে সিভিল সার্জন কাশেম আলী তাকে কাজ বাগিয়ে দিয়েছেন বলে একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন।

কাজ বঞ্চিত ঠিকাদার মেসার্স আদেল ট্রেডার্সের প্রোপাইটর মোঃ খায়রুজ্জামান অভিযোগ করে বলেন, দরপত্রের শর্তাবলী অনুযায়ী কেবল মাত্র আদেল ট্রেডার্স যাবতীয় কাগজপত্র দাখিল করেছিলো। অন্যান্য সব ঠিকাদারী প্রতিষ্ঠানের কাগজপত্র অসম্পন্ন থাকলেও দুটি প্রতিষ্ঠানকে বাতিল করে সর্বনি¤œ দরদাতা দেখিয়ে আবু বক্কর সিদ্দিক নামে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়। যা সম্পূন্নরুপে নিয়ম বর্হিভূত। বিষয়টি নিয়ে তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নবিউর রহমান রহমানের সাথে মুঠো ফোনে কথা হলে বলেন, টেন্ডার ড্রপিংয়ে এসব কমন (সাধারণ) অভিযোগ। আমরা সব নিয়ম অনুসরণ করেই দরপত্র সম্পন্ন করেছি। এরপরেও কারো কোন অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ কাশেম আলী বলেন, বাছাইয়ে যার কাগজপত্র সঠিক ছিল এবং সর্বনি¤œ দরদাতা যিনি তাকেই কাজ দেয়া হয়েছে। বিষয়টিতে কোন ধরণের অনিময় ও দুর্নীতি হয়নি বলে দাবি করেন তিনি।


1