উলাপাড়ায় পুলিশ বিভাগের উদ্যোগে স্থায়ী বসত ঠিকানা হলো এক পরিবারের
সাহারুল হক সাচ্চু, উত্তরাঞ্চল প্রতিনিধি
সিরাজগঞ্জের উলাপাড়ায় পুলিশ বিভাগের উদ্যোগ ও মহানুভবতায় নিঃস্ব এক পুলিশ পরিবারের স্থায়ী বসত ঠিকানা হলো। এ পরিবারের নামে বরাদ্দের জায়গায় নতুন বসত ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ মিরাজ উদ্দিন আহমেদ পিপিএম আনুষ্ঠানিকভাবে এ বসতবাড়ী হস্তান্তর করেন। উলাপাড়া মডেল থানা সুত্রে জানা যায়, রংপুর জেলার পীরগাছা থানার হাড়িডাঙ্গা গ্রামের খন্দকার আবু তাহেরিম পুলিশ বিভাগের এ এস আই পদে চাকুরীরত অবস্থায় স্ত্রীসহ এক ছেলে ও ছয় মেয়ে রেখে কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যান। এদিকে তার চিকিৎসার খরচ জোটাতে গিয়ে বসতবাড়ীসহ যাবতীয় সহায় সম্বল বিক্রী করায় পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে যায়। উলাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহম্মেদ মৃত এ এস আই এর স্ত্রী মৃদুলা বেগমের কাছ থেকে পুরো বিষয় জেনে পুলিশ বিভাগের উর্ধতন কর্তৃপক্ষ সাথে এ নিয়ে আলোচনা করেন। পরে উলাপাড়া উপজেলা প্রশাসন থেকে সদর ইউনিয়নের মাগুড়া ডাঙ্গায় সরকারী খাস ছয় শতক জমি এ পরিবারের নামে বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দ ভিটেতেই পুলিশ বিভাগের সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগীতায় আধা পাকা বসত ঘর নির্মাণ করে দেওয়া হয়। এ বসতবাড়ী হস্তান্তর কালে আরো উপস্থিত ছিলেন উলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শরাফত ইসলাম, সহকারী পুলিশ সুপার ফারহানা মৃধা, মডেল থানা অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহম্মেদ প্রমুখ।