সন্ত্রাস নির্মূলে কোন দল দেখার দরকার নেই'
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ধারাবাহিকতা থাকায় উন্নয়ন গতিশীল হচ্ছে। এই ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
তিনি বলেন, বিএনপি সরকারের আমলে সব প্রকল্প বন্ধ করে দেয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের লক্ষ্য দেশকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেন অন্যের মুখাপেক্ষী থাকতে না হয়।এসময় জেলা প্রশাসকদের সরকারের উন্নয়ন কর্মসূচি তদারকির নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, 'দুটো মেয়াদ আমরা পূর্ণ করতে যাচ্ছি বলেই আজকে উন্নয়নটা গতিশীল পেয়েছে। এই উন্নয়নের ধারা যেন অব্যাহতি থাকে। ২০০৮ এর নির্বাচনে ঘোষণা করেছিলাম যে, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করবো। ইতিমধ্যে আমরা নিম্নমধ্য আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি।
কিন্তু আমি এখনও এটা গ্রহণ করতে পারিনা, কারণ আমরা জয়ী দেশ, আমাদের সঙ্গে নিম্ন কথাটা থাকবে না। স্বল্প উন্নত দেশ জাতির পিতা রেখে গিয়েছিলেন, মাত্র সাড়ে তিন বছর হাতে পেয়েছিলেন। এই অল্প সময়ের মধ্যে তিনি দেশকে স্বল্প উন্নত দেশ হিসেবে গড়ে তুলেছেন। এরপর বহু বছর কেটে গেছে, দেশে কোন উন্নতি হয়নি। এখন আমরা স্বল্প থেকে উন্নয়নশীল দেশে আমাদের উত্তরণ ঘটেছে। আমরা গ্রাজুয়েশন পেয়েছি। কিন্তু এটাকে ধরেই আমাদের এগিয়ে যেতে হবে।'
তিনি রাও বলেন, 'বিনা দ্বিধায় আপনারা টেন্ডারবাজি, সন্ত্রাস ও মাদক এগুলো নির্মূল করবেন। এখানে কে কোন দল করে সেটা দেখার কোন দরকার নেই। যদি কেউ বাধা দেয়, আমি আপনাদের এইটুকু অনুমতি দিতে পারি কারণ আমি সরকার প্রধান হলেও আমি জাতির পিতার কন্যা, আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেখানে যে বাধা আসে, আমরা তা দেখবো। কিন্তু আমরা সমাজ থেকে এ সমস্তগুলো নির্মূল করতে হবে।'