শুক্রবারে টুঙ্গিপাড়ায় ১০ম বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত হবে
নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ 4TV
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুক্রবার দিনব্যাপি ১০ম বঙ্গবন্ধু কবিতা উৎসব শুরু হচ্ছে। কবি সংসদ বাংলাদেশ এ উৎসবের আয়োজন করছে। টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার সকাল ৯টায় কবিতা উৎসবের উদ্বোধন করবেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কবি ও শিশু সাহিত্যিক এবং দৈনিক যুগান্তরের ফিচার সম্পাদক রফিকুল ইসলাম দাদু ভাই। স্বাগত বক্তব্য রাখবেন তৌহিদুর ইসলাম কনক। শুভেচ্ছা বক্তব্য রাখবেন অনুষ্ঠানের আহবায়ক কবি ফারুক প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি সংসদ বাংলাদেশের নির্বাহী সভাপতি কবি আরিফ মঈনুদ্দীন, টুঙ্গিপাড়ার উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, কবি ও শিশু সাহিত্যিক খালেক বিন জয়েন উদ্দিন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার নাকিব হাসান তরফদার, কবি আবদুল গনি মিয়া, কবি বাপ্পী রহমান প্রমূখ।
কবি সাহেদ বিপ্লব, কবি তালুকদার মহিবুল, কবি বাপ্পী সাহা, কবি নাহিদ লিজাসহ দুই শতাধিক কবি ও যুগান্তর স্বজন সমাবেশের কোটালীপাড়া ইউনিটের সদস্যরা বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠে অংশ গ্রহন করবেন।
এ বছর বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কবি ও সাহিত্যিক দৈনিক যুগান্তরের ফিচার সম্পাদক দেশ বরেণ্য সাংবাদিক রফিকুল ইসলাম দাদু ভাইকে বঙ্গবন্ধু কবিতা পুরস্কার ২০১৮ নির্বাচিত করা হয়েছে।