যাত্রী সঙ্কটের কারণ দেখিয়ে শুক্রবার (২৭ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি হজ ফ্লাইট বাতিল
যাত্রী সঙ্কটের কারণ দেখিয়ে শুক্রবার (২৭ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে দিনের শিডিউল ফ্লাইটগুলো নির্ধারিত সময়েই জেদ্দা-ঢাকা রুটে চলাচল করবে। বৃহস্পতিবার (২৬ জুলাই) বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার পর্যাপ্ত সংখ্যক যাত্রী না পাওয়ায় দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলো হলো বিজি ১০৪৫, এটি সকাল ৬টা ৫মিনিটে ঢাকা ছাড়ার কথা ছিল। আর ফ্লাইট বিজি ৭০৪৫ সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে ঢাকা ছেড়ে যাওয়ার কথা।
শাকিল মেরাজ বলেন, বাতিল হওয়া ফ্লাইট দুটির যাত্রীরা পরবর্তী ফ্লাইটগুলোতে সমন্বয় করে নেওয়া হবে। তারা কম সময়ের মধ্যেই যেতে পারবেন।
এদিকে বৃহস্পতিবার বিমান ও সৌদি এয়ারলাইন্সের ৯টি ফ্লাইটে হজ যাত্রীরা সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।