চলতি বছরেই শুরু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দরের আইসিটি টার্মিনাল নির্মাণ কাজ।
ভূমি অধিগ্রহণসহ নানা জটিলতা কাটিয়ে চলতি বছরেই শুরু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দরের আইসিটি টার্মিনাল নির্মাণ কাজ। আন্তর্জাতিকমানের এ নৌ-বন্দর নির্মাণের জন্য ইতোমধ্যে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এতে দেশের অভ্যন্তরীণ কার্যক্রমসহ ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।
২০১০ সালের মার্চে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দরকে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে ঘোষণা করে সরকার। এরপর ২০১১ সালে প্রতিবেশী দেশ ভারত প্রথমবারের মতো নৌ-বন্দরটি ব্যবহার করে ত্রিপুরা বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহন করে।
এতে বন্দরটির গুরুত্ব বেড়ে গেলে সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেয়া হয়। তবে নানা জটিলতায় আটকে যায় কার্যক্রম। সম্প্রতি একনেকে অর্থ বরাদ্দ দেয়ায় ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। এতে খুশি এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সার সমিতির সাবেক পরিচালক আবু নাসের বলেন, 'আশুগঞ্জ নৌ-বন্দরকে পূর্ণাঙ্গ হলে ব্যবসা বাণিজ্য বাড়বে।'
এরই প্রেক্ষিতে নৌ-বন্দরটি উন্নয়নে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের উদ্যোগের কথা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
এদিকে চলতি বছরই আইসিটি টার্মিনাল নির্মাণ কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সচিব আবদুস সামাদ।
আশুগঞ্জ নৌ-বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহণসহ ব্যয় ধরা হয়েছে এক হাজার ২৯৬ কোটি টাকা।