সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের সংলাপের প্রস্তাবকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে মির্জা ফখরুল
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের সংলাপের প্রস্তাবকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দলের সঙ্গে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত বলে জানান তিনি।
শুক্রবার (২৭ জুলাই) বিকেলে, নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল আরো বলেন, স্থানীয় নির্বাচনে জামায়াত আলাদাভাবে নির্বাচন করলেও জাতীয় নির্বাচনে ঐক্য অটুট থাকবে।
মির্জা ফখরুল বলেন, 'আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেবের একটা সুবিধা আছে। সেটা হলো, তিনি যখন যা ইচ্ছা বলতে পারেন। আমরা তো আলোচনার বিষয়ে আগে থেকেই বলে আসছি। একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য তাদের সঙ্গে আলোচনা আমরা চাচ্ছি। আজকে আপনাদের মাধ্যমে আবার আহ্বান জানালাম, আসেন কথা বলি। আসেন, কোথায় বসবেন, কী করবেন বলেন। আমরা সবসময় প্রস্তুত।'