নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তা মেনে নেবেন (রাসিক) নির্বাচনে মেয়র প্রার্থী লিটন
নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তা মেনে নেবেন বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
শনিবার (২৮ জুলাই) দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, প্রতিপক্ষ প্রার্থীরও জনগণের রায় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
নির্বাচনে মেয়র পদে ৭০ হাজারেরও বেশি ভোটে ভোটের ব্যবধানে জয় পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিটন অভিযোগ করে বলেন, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথমদিন থেকেই বিএনপি বলে আসছে, নির্বাচন স্বচ্ছ হবে না, সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনের স্বদিচ্ছা নেই। এটি বিএনপি বাংলাদেশের সবখানেই বলে, যেকোনো নির্বাচন এলেই তারা এসব বলে। গত ১০ বছর ধরে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে।'
তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নেতা দুলু রাজশাহীতে আসার খবরের পরই আমরা আশঙ্কা করছিলাম। তারপর ককটেল হামলার ঘটনা ঘটলো বিএনপির গণসংযোগে। ঘটনাটি নিজেরাই ঘটালো।’
তিনি আরো বলেন, ‘রাজশাহীতে শিল্পায়নের মাধ্যমে এক লাখ ছেলে-মেয়ের চাকরি ব্যবস্থা করতে চাই। কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো। বাড়ি বাড়ি গ্যাস সংযোগ পৌঁছে যাবে।’