তিন সিটিতে ভোট শেষে চলছে গণনা
প্রার্থীদের ভোট বর্জনের ঘোষণা, পাল্টা-পাল্টি অনিয়মের অভিযোগ ও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকার দাবির মধ্য দিয়েই শেষ হল তিন সিটি করপোরেশনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষেই শুরু হয়েছে গণনা। এরপরই জানা যাবে তিন নগরপিতার নাম।
সোমবার (৩০ জুলাই) সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই প্রার্থীরা পাল্টা-পাল্টি অভিযোগ আনলেও ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো।
সকাল আটটায় ভোটগ্রহণ শুরুর পর সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ভোট প্রদান শেষে সাদিক সংবাদকর্মীদের কাছে সুষ্ঠু ভোটের পাশাপাশি নির্বাচনে জয়লাভের আশা প্রকাশ করেন। তবে, সকাল সাড়ে আটটার দিকে সৈয়দ মজিদু্ন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়েই অনিয়মের অভিযোগ আনেন বিএনপি’র প্রার্থী মজিবর রহমান সরওয়ার।
কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনে তিনি বলেন, বরিশালে এ ধরনের আগ্রাসন, এই ধরনের ভোট কেউ দেখেনি। আমি বলব, জনগণকে মাঠে নেমে আসতে।
আওয়ামী লীগের এজেন্টদের একটি কেন্দ্র থেকে বিএনপি’র এজেন্টরা বের করে দিচ্ছেন; বেলা সাড়ে ১১টার দিকে সময় টেলিভিশনের কর্মীদের কাছে এমন দাবি করেন আওয়ামী লীগের প্রার্থী সাদিক।
তবে, অনিয়মের অভিযোগ এনে দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে নির্বাচন বর্জনের ঘোষণা দেন মজিবর রহমান সরওয়ার। এরপর বাসদ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীরাও ভোট বর্জনের ঘোষণা দেন। ওই সিটিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে ১৫ প্লাটুন বিজিবি, র্যাবের ৩০টি, মোবাইল ফোর্সের ৩০টি, স্ট্রাইকিং ফোর্সের ১০টি টিম এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।