সড়কে চলাচলকারী গণপরিবহনের ফিটনেস যাচাইয়ে কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ
দেশের বিভিন্ন সড়কে চলাচলকারী গণপরিবহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেস জরিপের জন্য বিশেষজ্ঞদের নিয়ে অন্তত ১৫ সদস্য বিশিষ্ট একটি জাতীয় অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সড়ক দুর্ঘটনা এড়াতে সড়ক পরিবহন ও সেতু সচিব, স্বরাষ্ট্রসচিব এবং বিআরটিএ-এর চেয়ারম্যানের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ জুলাই) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
অবিলম্বে কমিটি গঠন করে আগামী তিন মাসের আদালতে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে তিন বিবাদীকে বলা হয়েছে।
রাজধানীতে চলমান সড়ক দুর্ঘটনার তথ্য তুলে ধরে যানবাহনের ফিটনেস জরিপের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ গত ২৬ জুলাই রিটটি করেন।
রুলে এসব মোটরযান তদারকি ও এর ফিটনেস নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। আনফিট যানবাহন রাস্তায় চলাচল থেকে বিরত রাখতে বা বন্ধ করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।