নারায়ণগঞ্জে নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ ও ৯ দফা দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জ প্রতিনিধি 4TV
কুর্মিটোলায় বাসের চাপায় ঢাকায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করার পরবর্তীতে অট্টহাসিতে ফেঁটে পড়া নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবিতে নগরীতে মানববন্ধন করেছে তিনটি কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালের দিকে চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এতে নারায়ণগঞ্জ কলেজ, তোলারাম কলেজ ও মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে মন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন ব্যানার ফেস্টুন বহন করে শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে তাঁরা সড়ক নিরাপত্তা ও পরিবহন শ্রমিকদের রূঢ় আচরণ বন্ধ এবং শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করাসহ ৯ দফা দাবি তোলেন তাঁরা।
প্রায় ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধনে সাধারণ মানুষও শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে। একই সাথে কুর্মিটোলার ঘটনার পর মন্ত্রী শাজাহান খানের ভূমিকারও সমালোচনা করেন অনেকে।