নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ, ৬ঘন্টা যান চলাচল বন্ধ অচল নারায়ণগঞ্জ
সাজু হোসেন প্রতিনিধি 4TV
রাজধানীর বিমানবন্দরে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ। শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধে থমকে গেছে নারায়ণগঞ্জ। বন্ধ হয়ে গেছে সড়ক ও রেলপথ।
বুধবার (১ আগস্ট) সাকাল ১০টায় নগরের ২নং রেলগেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সরকারি তোলারম কলেজ, সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, নারায়ণগঞ্জ কমার্স কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিকেল ৪টা পর্যন্ত সড়কে অবস্থান করে।
তাঁদের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসেও যুক্ত হয়েছেন। এছাড়াও রয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও। কুর্মিটোলায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনা এবং এর প্রতিবাদে মঙ্গলবার শিক্ষার্থীরা রাস্তায় নেমে এলে পুলিশের বর্বরচিত হামলার প্রতিবাদে এবং নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ অবরোধ শুরু করে শিক্ষার্থীরা।কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।
তবে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছে অতিরিক্ত পুলিশ
নারায়ণগঞ্জ সম্মিলিত কলেজ ছাত্র জনতা পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন, উপদেষ্টা ও জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ডের সভানেত্রী সুলতানা আক্তার, উপদেষ্টা শুভ দেব, সম্মিলিত কলেজ ছাত্র জনতা পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন, ফাহিম মুনতাছির, অর্ক, তুষার আহম্মেদ রানা প্রমুখ।