বাকেরগঞ্জে ট্রাফিক সপ্তাহ’২০১৮ পলিত
উত্তম কুমার,বাকেরগঞ্জ
বাকেরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন বাস স্টান্ডে বরিশাল জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ পালিত হয়। বরিশালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলামের উপস্থিতিতে বাকেরগঞ্জ উপজেলার সুদক্ষ চৌকস উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির, চৌকস বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আঃ জাঃ মোঃ মাসুদুজ্জামান পিপিএম ট্রাফিক সপ্তাহ’২০১৮ যথাযথভাবে পালনের জন্য সকলকে নির্দেশ দেন। উপজেলা প্রশাসন, সাংবাদিক, পুলিশ বাহিনী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও রোভার স্কাউট সদস্যদের ব্যাপক তৎপরতায় মহাসড়কে ফিটনেস বিহীন গাড়ির কাগজপত্র যাচাই বাছাই করা হয়।
ট্রাফিক আইন, রোড সাইন, রোড মার্কিং, ট্রাফিক পুলিশের বৈধ নির্দেশ,
জীবনের ঝুকি নিয়ে যনাবাহনে না ওঠা
মটর সাইকেলের চালক, আরোহী, হেলমেট ব্যবহার করা
ওভার টেকিং, রাস্তার বাঁক, সরু ব্রিজে ওভার টেকিং না করা
# গাড়ির ছাদে যাত্রী ও মালামাল বহন না করা। এবিষয়ে অবহিত করেন।
সরোজমিনে জানাযায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের নির্দেশেই বাকেরগঞ্জ থানার সার্জেন্ট রিয়াজ গাড়ির কাগজপত্র ও ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে ইতিমধ্যেই মামলার প্রস্তুতি নিচ্ছে। নিরাপদ সড়ক আইন পাশ এখন মাত্র সময়ের দাবী। বাংলাদেশে যেভাবে মহাসড়কে অহরহো অদক্ষ ড্রাইভার দ্বারা গাড়ি চাাঁপা দিয়ে, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মানুষ মারা যায়।
এটা বিশ্বের কোন দেশেই নেই। অদক্ষ ড্রাইভারের বিরুদ্ধে সংসদে আইন পাশ করে কঠিন শস্তির ব্যবস্থা না নেওয়া হলে সাধারণ জনগন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্ধ সকলেই ফুসে উঠবে।