পুলিশের কাছে সেবা নিতে আসা জনগণকে সম্মান দিয়ে কথা বলবেন
লালমনিরহাট প্রতিনিধি
রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেছেন, ‘পুলিশের নিকট সেবা নিতে আসা প্রত্যেক জনগণকে সম্মান দিয়ে কথা বলবেন। কাউকে অসম্মান করে কথা বলবেন না। আপনার ভুলে যাবেন না যে আমরা প্রজাতন্ত্রের বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারী।
যিনি আপনার নিকট সেবা নিতে আসেন। সেবা গ্রহিতা জনগণ আপনার বাবা, মা ও ভাই, বোন, আত্মীয় কিংবা বন্ধুর মতোই দেখতে। এটাই শিক্ষা দিয়ে গেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা জাতির পিতার সেই দর্শন লালন করে জনগণকে রংপুর রেঞ্জ পুলিশ বিভাগ অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ উপহার দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো।
জঙ্গি ও সন্ত্রাসীদের মুলোৎপাটন করা হবে। মাদক নির্মূল ও অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত চলবে। এই লক্ষ্য নিয়ে প্রত্যেক পুলিশ সদস্যকে কাজ করতে হবে। সেজন্য গণমাধ্যমের সহযোগিতা চাই।
সোববার বিকালে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে জেলার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য এসব কথা বলেন।
এরআগে লালমনিরহাট পুলিশ লাইনে রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য লালমনিরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে কল্যাণ সভা এবং পরে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় শেষে আবারও লালমনিরহাট পুলিশ লাইনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, কমিউনিটি পুলিশ, ব্যবসায়ী ও সুধীজনের সাথে মতবিনিময় করেন। এসব সভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন বলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জানান।