জাতীয় শোক দিবস উপলক্ষে গাংনীতে প্রস্তুতি সভা
এম এ লিংকন,মেহেরপুর
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক প্রস্তুতি মুলোক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মকবুল হোসেন। উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভার প্রাপ্ত) মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী থানার ভার-প্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার, ফুলকুড়ি শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,জেলা জাতীয় পার্টি (এরশাদ) এর সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, সাবেক মেয়র আহম্মেদ আলি, মহিলা কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক রাহিবুল ইসলাম, গাংনী উপজেলা ইট ভাটা মালিক সমতির সভাপতি ইনামুল হক।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোঃ মুন্তাজ আলি, গাংনী থানার তদন্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম,মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভার-প্রাপ্ত অধ্যক্ষ আফজাল হোসেন, সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, এমপি’র একান্ত সহকারি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামন শিপু সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও উপজেলার সকল বিদ্যালয়ের শিক্ষক গণ উপস্থিৎ ছিলেন।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে এবং নতুন প্রজেেন্মর নিকট বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে যাতে আগামী প্রজন্মকে কেউ বিভ্রন্তিতে ফেলতে না পারে।