বঙ্গমাতার দূরদর্শিতা দেশের স্বাধীনতার পথ খুলে দিয়েছিল
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের দূরদর্শিতা দেশের স্বাধীনতার পথ খুলে দিয়েছিল বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গমাতার ৮৮তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাঙালির স্বাধীনতা অর্জনে ফজিলাতুন্নেসা ছিলেন আসল গেরিলা। তিনি নিজের জীবনের চাওয়া পাওয়ার দিকে মন না দিয়ে বঙ্গবন্ধুর পাশে ছায়ার মতো থেকে সাহায্য করে গেছেন।
তিনি বলেন, শেখ ফজিলাতুন্নেছার আত্মত্যাগের স্মৃতিচারণ করেন। আওয়ামী লীগের সঙ্কটের সময় সংগঠনকে গতিশীল রেখেছিলেন তার মা।
মায়ের সময়োচিত সিদ্ধান্ত স্বাধীনতাকে তরান্বিত করে—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো সংকটে সঠিক সিদ্ধান্ত নেয়ার অতুলনীয় ক্ষমতা ছিল ফজিলাতুন্নেছার।
বাঙালির মুক্তি আন্দোলনের নেপথ্যে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকার স্মৃতিচারণ করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তার পাশে থেকে সহযোগিতা করেছেন শেখ হাসিনা।