‘মিথ্যা তথ্য দেওয়ায় ক্ষমা চেয়েছেন আলোকচিত্রী শহিদুল’
ফেসবুক লাইভে দেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ছাত্র আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন বলে স্বীকার করেছেন আলোকচিত্রী শহিদুল আলম। ডিবি পুলিশ জানিয়েছে, রিমান্ডে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আলোকচিত্রী শহিদুল।
এদিকে, আলোকচিত্রী শহিদুল আলমের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়ে হাইকোর্টে রিপোর্ট পাঠিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর মেডিকেল কলেজ হাসপাতাল।
প্রসঙ্গত, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ বক্তব্য প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রিমান্ডে নেয়া হয় শহিদুল আলমকে।
প্রখ্যাত এই আলোকচিত্রীকে আটকের পর নির্যাতন ও রিমান্ডে পাঠানোর বৈধতার বিষয়ে এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশনা চেয়ে তার স্ত্রী রেহনুমা আহমেদ মঙ্গলবার একটি রিট করেন। এতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিআইজি (ডিবি) ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিবাদী করা হয়।