অছাত্রের কাঁধে ব্যাগ ঝুলিয়ে রাজনৈতিক প্রতিহিংসার হামলা চালানো হয়েছে ;ওবায়দুল কাদের
আব্দুস সাত্তার,সাভার ঢাকা
নিরাপদ সড়ক আন্দোলনের নাশকতায় শিক্ষার্থীরা জড়িত নয়, অছাত্রের কাঁধে ব্যাগ ঝুলিয়ে রাজনৈতিক প্রতিহিংসার হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি নাকশতায় যারা জড়িত তাদের চিহিৃত করার পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে দোষীদের আইনের আওতায় আনার কথা জানান।
শুক্রবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়ার নবীনগর এলাকায় যানবাহনের পরিস্থিতি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এসময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নিজেই খতিয়ে দেখেন।
তিনি আরও বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের ২৩টি ব্রিজ ঈদের আগেই খুলে দেয়া হবে। এছাড়া বিশৃঙ্খলা প্রতিরোধে টাঙ্গাইল, মির্জাপুর, গাজীপুরের চন্দ্রা, কোনাবাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে ঈদের চারদিন আগে থেকে র্যাব মোতায়েন করা হবে। এছাড়া মহাসড়কের পাশে কোন কোরবানীর পশুর হাট বসবে না বলেও নির্দেশনা দেন।