১/১১’র মতো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: কাদের
দেশে আবারো ২০০৭ সালের মতো জরুরি অবস্থা তৈরির ষড়যন্ত্র টের পেয়েছেন ওবায়দুল কাদের। ১১ বছর আগেকার মতো আবারো একটি সংবাদমাধ্যম ও একটি দলের উসকানিতে শেখ হাসিনা সরকারকে উৎখাতের চেষ্টা চলছে বলে সবাইকে সতর্ক থাকার উপদেশ দেন তিনি।
জাতীয় শোকে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ আগস্ট) ইডেন মহিলা কলেজে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
কাদের বলেন, ‘১/১১’র ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। যারা রাজনৈতিক বিরাজনীতিকরণ করতে চেয়েছিল, তাদের সহযোগী ছিল মিডিয়ার একটি অংশ। সেই মিডিয়া একটি দলের উস্কানিতে শেখ হাসিনা সরকার হটানোর ষড়যন্ত্রে নেমেছে। তারাই অপপ্রচার চালাচ্ছে।
এসময় তিনি আরো বলেন, বিএনপির সঙ্গে আলোচনা হওয়া অবস্থা নেই, বিএনপির রাজনীতি মিথ্যাচার ও গুজব ছড়ানো।
সেতুমন্ত্রী বলেন, ‘আজকে আমরা কিছু নেতা সৃষ্টি করলাম, সাধারণ ছাত্রছাত্রীরা তাদের পছন্দ করে না, এই ছাত্রলীগের দরকার নেই। যাদের নেতা বানালাম, তারা নেতৃত্ব দিয়ে ছাত্রলীগের ইমেজ বাড়াবে, সমর্থক বাড়াবে, কর্মী বাড়াবে।’
তিনি বলেন, ‘মেয়েদেরকে দলে নেয়ার নামে রুমে আটকে ব্যক্তিগত কাজ করানো হয়। এসব কিছুই আমি জানি। আমাকে ডেকে এনে বিপদে পড়েছ। আমি এগুলো বলবোই। আমার এখানে কোনো গ্রুপ নেই। ছাত্রলীগ আমার দৃষ্টিতে সবার মতো একই। আমার সৎ সাহস আছে কথা বলার।
সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এখানে বসে হাততালি না দিলে বঙ্গবন্ধু খুশি হবেন, তার আত্মা শান্তি পাবে, শান্তি পাবেন তখন, যখন আমরা অপকর্ম করা থেকে বিরত থাকব, তখনই তার আত্মা শান্তি পাবে। সবাই বিবেককে জিজ্ঞাসা করুন, বঙ্গবন্ধুকে সবাই কতটা সম্মান করি। তার আদর্শ আমাদের জীবনে কতটুকু প্রভাব ফেলেছে? সেটাই আজ আমাদের আত্ম জিজ্ঞাসা করার সময় এসেছে।
বিএনপি নেত্রীর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘স্কুলে, বিবাহে, পাসপোর্টসহ মোট পাঁচটি জন্ম দিবস। এখন তারা জন্মদিন পালন করছে ফরমেট চেইঞ্জ করে। তাদের আমরা ঘৃণা করি, ধিক্কার জানাই।’