খুলনা শিপইয়ার্ড এখন লাভজনক প্রতিষ্ঠান
খুলনা শিপইয়ার্ড এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ প্রতিষ্ঠান ২০১৭-১৮ অর্থবছরে ছোট বড় জাহাজ নির্মাণ ও মেরামতসহ বিভিন্ন খাতে প্রায় ১৬৫ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে সরকারকে ভ্যাট, আইটি ও রাজস্ব বাবদ প্রদান করেছে প্রায় ১০০ কোটি টাকা।
গত অর্থবছরে প্রতিষ্ঠানটির নিট আয় প্রায় ৬৫ কোটি টাকা। গতকাল সকালে খুলনায় পানিসম্পদ মন্ত্রণালয় ও খুলনা শিপইয়ার্ডের মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এর আগে পানিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার শিপইয়ার্ডের জাহাজ তৈরি কারখানা, বিভিন্ন শেড ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটির আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় এরই মধ্যে খুলনা শিপইয়ার্ড লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।