বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড
অন্তু দাস হৃদয়, টাঙ্গাইল প্রতিনিধি :
ঈদুল আযহাকে কেন্দ্র করে নারীর টানে বাড়ী ফিরছে মানুষ।
আর, এবারের ঈদ যাত্রার শুরুতেই গত ২৪ ঘন্টায় ২৮ লক্ষ টাকার টোল আদায় বেশি হয়েছে বঙ্গবন্ধু সেতুতে।
গতকাল (১৭ আগস্ট) শুক্রবার সকাল ৬টা হতে শনিবার আজ (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর দুপাড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৮ লাখ টাকার উপরে।
যা গত বছর টোল আদায় হয়ে ছিল ২ কোটি ২৬ লাখ টাকা। ২৪ ঘন্টায় সেতু দিয়ে ২৫ থেকে ৩০ হাজার যানবাহন পারা-পাড় হয়েছে বলেও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে, এ বছর সেতু পারা-পাড়ে ট্রাকের সংখ্যা বেশি ছিল বলেও জানায় বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।
জানাগিয়েছে, বঙ্গবন্ধু সেতু টোল আদায়ে কোন ঠিকাদারী প্রতিষ্ঠান ছাড়াই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) নিজস্ব পরিচালনায় সেতুতে টোল আদায় করছে।
এর আগে গত (১৪ জুলাাই) রাত ১২টার দিকে কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) এর কাছ থেকে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বুঝে নেয় বিবিএ।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতু প‚র্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, গত বছরের তুলনায় এ বছর টোল আদায়ে রেকর্ড হয়েছে।
গত ২৪ ঘন্টায় ২ কোটি ৫৮ লাখ টাকার টোল আদায় হয়েছে সেতুর দুপাড়ে স্থাপিত টোলপ্লাজা থেকে। এর মধ্যে ট্রাকের সংখ্যা ছিল বেশি।