শোকের ব্যথা ভুলে দেশের উন্নয়নে কাজ করছি: প্রধানমন্ত্রী
উন্নয়ন কর্মকাণ্ডে জনগণ সন্তুষ্ট হয়ে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিলে, আবারো নৌকা ক্ষমতায় আসবে, এমন প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- ‘শোকের ব্যথা ভুলে দেশের সমৃদ্ধি আর মানুষের উন্নয়নে কাজ করছেন তিনি।
বুধবার (২২ আগস্ট) সকালে গণভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে এ কথা বলেন তিনি। এ সময় সরকারের সাফল্য মানুষের দ্বারে-দ্বারে গিয়ে তুলে ধরতে নেতা-কর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
পবিত্র ঈদুল আজহার সকালে সমাজের সর্বস্তরের মানুষের জন্য প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দুয়ার ছিল উন্মুক্ত। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুভেচ্ছা বিনিময় পর্বে গণভবনের উন্মুক্ত প্রাঙ্গণে সুসজ্জিত মঞ্চে উঠলে দলীয় প্রধানকে ফুল দিয়ে ঈদ শুভেচ্ছা জানান আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।
পরে সমবেত জনতার কাতারে হেঁটে হেঁটে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উল্লসিত জনতা হাত নেড়ে শুভেচ্ছা জানান।