‘বিএনপি না আসলেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে’
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপি নির্বাচনে না আসলেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি ছাড়াও অনেক রাজনৈতিক দল আছে, যারা জাতীয় নির্বাচনে অংশ নিবেন। তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’
বুধবার (২২ আগস্ট) সকালে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে নৌমন্ত্রী এ কথা বলেন।
এ সময় শাজাহান খান বলেন, ‘বঙ্গবন্ধুর ত্যাগের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে। সংবিধান অনুযায়ী নির্বাচন ৫ বছর পর পর অনুষ্ঠিত হবে। সেই বিধান অনুসরণ করেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপি না আসার ব্যাপার তাদের দলের সিদ্ধান্ত।’
তিনি আরো আরো বলেন, ‘নির্বাচন ব্যতীত দেশে ক্ষমতা হস্তান্তর করার আর কোনো সুযোগ নেই। বিএনপি যতই সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করুক না কেন তাতে কোনো লাভ হবে না। কারণ বিগত দিনেও সন্ত্রাস সৃষ্টি করে কোনো লাভ হয়নি বিএনপির।’
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরর জেলা প্রশাসক মো ওয়াহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার প্রমুখ।