গাংনীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মানের জন্য ৪৫ শতক জমি ক্রয় করলেন এমপি মকবুল হোসেন
এম এ লিংকন,মেহেরপুর
মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যানের জন্য মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাবটি গ্রামে গণ কবর সংলগ্ন ৪৫ শতক জমি ক্রয় করলেন মেহেরপুর -২ গাংনী আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মকবুল হোসেন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে বিক্রেতাদের হাতে ক্রয়কৃত জমির নগদ মুল্য তুলে দেন
এমপি মকবুল হোসেন ও উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণু পদ পাল। জমি বিক্রেতারা হলেন, সাহারবাটি গ্রামের মৃত ইুদ্রস আলির ছেলে আবুল হাশেম ও তার অন্যান্য ভাইবোন। এদের কাছ থেকে ২২ শতক জমি ক্রয় করা হয়। অপর দিকে একই গ্রামের ওয়াদুলের স্ত্রী শোকেজান ও মৃত গোলাম রহমানের স্ত্রী রওশনারার কাছ থেকে ২৩ শতক জমি ক্রয় করা হয়। পরে ঐ জমি মুক্তিযোদ্ধাদের কল্যানে দান করেন এবং দানকৃত জমির দলিল উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণু পদ পালের হাতে তুলে দেন এমপি মকবুল হোসেন।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মুনতাজ আলি, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, এমপির একান্ত সহকারি জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাহিদুজ্জামান শিপু সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা গণ উপস্থিৎ ছিলেন। সাহারবাটি গণকবরের পাশে ক্রয়কৃত জমির উপর মুক্তিযোদ্ধাদের কল্যানে একটি কমপ্লেক্স ভবন নির্মান করা হবে বলে জানা যায়। এ প্রসঙ্গে এমপি মকবুল হোসেন বলেন, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশের সকল মানুষের কল্যানের পাশা পাশি মুক্তিযোদ্ধাদেরও ভাগ্য উন্নয়নে ব্যাপক কাজ করে গেছেন। তিনি মুক্তিযোদ্ধাদের সম্মান ও জীবনমানের উন্নয়ন করেছেন। তাই আমি মনে করি মুক্তিযোদ্ধারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের ঋণ কোন কিছু দিয়ে শোধ করা যাবেনা। তাদের সম্মানে আমার সাধ্য মত যতটুকু পারি ততটুকু কাজ করে যাব।