আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের দুরভিসন্ধিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত
বুধবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি। এসময় ইভিএম পদ্ধতি আগামী নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পটভূমি রচনা করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘একমাত্র সরকারি দল ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলসহ সবাই ইভিএম ব্যবহারের বিষয় নাকচ করেছিল। নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে বলে এসেছে সব দল না চাইলে ইভিএম ব্যবহার হবে না। কিন্তু সবার মতামতকে উপেক্ষা করে তড়িঘড়ি করে আরপিও সংশোধনের মাধ্যমে ইভিএম ব্যবহারের উদ্যোগসহ নানা ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের উদ্যোগ দুরভিসন্ধিমূলক । মঙ্গলবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশন সচিব বলেছেন আগামী সংসদ নির্বাচনে ১০০টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হতে পারে। সরকারের ইচ্ছা অনুযায়ী কাজ করছে নির্বাচন কমিশন।’
তিনি আরও বলেন, ‘ভারতেও দুদিন আগে ইভিএম ব্যবহার না করতে সে দেশের নির্বাচন কমিশনের কাছে মতামত জানিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। প্রায় সব দেশেই ইভিএমকে নিষিদ্ধ ও জনবিরোধী মাধ্যম হিসেবে অভিহিত করা হয়েছে।’