জয়পুরহাটের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১৮ লক্ষ ৬০ হাজার টাকার চেক ৩১ জনের মাঝে বিতরণ
নিরেন দাস,(Channel4 TV)জয়পুরহাট, প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ও পৌর সদরের ৩১ জন অসুস্থ নারী পুরুষ সুচিকিৎসার জন্য স্থানীয় সংসদ সদস্যদের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিলে ৩১ জনের পাঠানো দরখাস্ত অনুমোদিত হয়ে আসা ১৮ লক্ষ ৬০ হাজার টাকার নগদ চেক বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুর ২ টায় আক্কেলপুর পৌর কার্যালয়ে আক্কেলপুর উপজেলা ও পৌর সদরের ৩১ জন অসুস্থ নারী পুরুষদের সুচিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিল হতে অনুমোদন হয়ে আসা ১৮ লক্ষ ৬০ হাজার টাকার নগদ চেক ৩১ জন অসুস্থ নারী ও পুরুষদের হাতে তুলে দেন, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
উক্ত চেক বিতরণ কালে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি,দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাঃ সম্পাদক,ও সম্ভব্য মেয়র প্রার্থী, আনোরুল ইসলাম বাবলু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, এ.এস. চাঁদ মাস্টার,পৌর আওয়ামীলীগের যুগ্ম- আহবায়ক,শাহিন, উপজেলা যুবলীগের যুগ্ম- সম্পাদক সম্পাদক, নিরেন দাস, উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক,সম্পা চৌধুরী,৩ নং ওয়ার্ড কাউন্সিলর,আব্দুর রহিম বাঁধন প্রমুখ।
চেক বিতরণ শেষে চেক প্রাপ্ত ও কার্যালয়ে উপস্থিত দলীয় নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তবর্গদের উদ্দেশ্যে মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজ আপনাদের মাঝে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদিত যে চেক গুলি বিতরণ করা হলো তা আমাদের আক্কেলপুর বাসীর জন্য একটি গর্বের বিষয় বটে। তিনি বক্তব্যে আরও বলেন আপনাদের চেক গুলির অনুমোদনের জন্য দ্রুত পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টাকারী আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য, জনাবঃ আবু সাঈদ আল মাহমুদ স্বপন.এমপি। যাহার পরিশ্রমের ফলে আজ এই চেক গুলি আপনাদের হাতে তুলে দিতে পারলাম। বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বপন এমপির মাধ্যমে আক্কেলপুর বাসীর পক্ষ থেকে আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা জানান তিনি।