জনগণের সেবা করলে ইতিহাস মনে রাখে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সেবা করলে রাজনীতিবিদদের মূল্যায়ন হবেই। শুক্রবার (৩১ আগস্ট) বিকেলে গণভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতির পিতার আদর্শকে মনে প্রাণে ধারণ করারও পরামর্শ দেন তিনি।
এসময় সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে ভিন্নখাতে নেয়ারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, 'জনগণের ভাগ্য পরিবর্তনের কথা মনে করে যারা রাজনীতি করে ইতিহাস তাদেরই স্বীকৃতি দেয়, ইতিহাস তাদেরই মর্যাদা দেয়, তাদের নামই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। শত চেষ্টা করেও সে নাম কখনো মুছে ফেলা যায় না। সেই দৃষ্টান্ত রেখে গেছেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।'
শেখ হাসিনা বলেন, 'এদেশের প্রতিটি অর্জনের পেছনে ছাত্রলীগের ত্যাগ রয়েছে। ডিজিটাল বাংলাদেশ আমি করে দিয়েছি আর তারই সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে উস্কানি দেয়া। তাদের এই উস্কানির কারণে কত শিশুর জীবন যেতে পারতো। সেটা তারা একবারও চিন্তা করেনি।'