লন্ডন হাইকমিশনে হামলার অভিযোগে সিলেটে প্রবাসী আটক
যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুনকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে যুক্তরাজ্যে হাইকমিশনে হামলার অভিযোগ রয়েছে।
সোমবার সন্ধ্যায় নগরীর ইলাশকান্দিস্থ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তাকে আটকের কথা স্বীকার করেছেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে প্রায় অর্ধশতাধিক সাদা পোশাকে থাকা গোয়েন্দা পুলিশ ইলাশপুরের মামুনের বাড়ি ঘেরাও করে। এর কিছুক্ষণ পর শহিদুল ইসলাম মামুনকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের দলটি।
তাকে আটকের বিষয়টি স্বীকার করে এসএমপির অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ যুগান্তরকে জানান, শহিদুল ইসলাম মামুন যুক্তরাজ্য বিএনপির নেতা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি তারেক রহমানের ঘনিষ্ঠজন। মামুন যুক্তরাজ্যে হাইকমিশনের হামলার অন্যতম পৃষ্ঠপোষক। যুক্তরাজ্যে বসে দেশ বিরোধী নানা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেসব অভিযোগ খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।