নারায়ণগঞ্জে শিশু সিয়াম হত্যা রায়, ৩ জনের যাবজ্জীবন,
নারায়ণগঞ্জ প্রতিনিধি 4TV
নারায়ণগঞ্জের ফতুল্লা মাসদাইর এলাকার শিশু সিয়াম হত্যাকান্ডে রায়ে ৩ জনকে যাবজ্জীবন এবং ৩ জনকে বেখসুর খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার সোয়া ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনিছুর রহমান এ রায় ঘোষনা করে আসামীদের দন্ড প্রধান করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, মেহেদী মন্ডল, মো. হালিম ও আসলাম। কিন্তু এদের মধ্যে আসামী আসলাম পলাতক রয়েছে।
উল্লেখিত ৬ জন আসামীর মধ্যে ৩ জন আসামীকে ৩০২ ধারায় যাবজ্জীবন ও ২০১ ধারায় ৭ বছরের স্বশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন এবং বাকি ৩জন আসামীকে বেখসুর খালাস দেয়া হয়। খালাস প্রাপ্তরা হলো- ফারুক মন্ডল, তার স্ত্রী মেরিনা মন্ডল ও বিপ্লব।
উল্লেখ্য, ২০১৩ সালের ২২ নভেম্বর নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের চতুর্থ শ্রেনীর মেধাবী ছাএ আরাফাত রহমান সিয়াম আহম্মেদকে ডেকে নিয়ে হত্যা করে মেহেদী মন্ডলী। হত্যা কান্ডের আগে ও পরে হত্যা কান্ডের সাথে সহযোগী করে ফারুক মন্ডল তার স্ত্রী মেরিনা মন্ডল, ভ্যান চালক আসলাম, বিপ্লব ও হালিম। হত্যাকান্ডের পরে নিখোজ সিয়ামের বস্তাবন্দী লাশ মুন্সিগঞ্জের শান্তি নগর থেকে উদ্ধার করা হয়।
পরে সিয়ামের বাবা মোস্তফা মাদবর ফতুল্লা মডেল থানায় মেহেদী মন্ডলী পিতা ফারুক মন্ডল মা মেরিনা মন্ডল, ভ্যান চালক আসলাম, বিপ্লব ও হালিমকে আসামী করে ফতুল্লা মডেল থানায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।