ঝিনাইদহ জেলা পরিষদ বাংলাদেশের মধ্যে একটি আধুনিক ও মডেল জেলা পরিষদ হবে-চেয়ারম্যান কনক কান্তি দাস
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ
ঝিনাইদহ জেলা পরিষদকে শতভাগ স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত বলে ঘোষণা করলেন জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস। তিনি বলেন, প্রায় দুই বছর হল আমি দায়িত্ব নেওয়ার পর থেকে জেলা পরিষদকে নতুন ভাবে সাজিয়েছি, জেলা পরিষদ থেকে যে সকল টেন্ডার হয়েছে আমি নিজে থেকে সকল কার্য সম্পুর্ণ করেছি।
কোন প্রকার টেন্ডার বাজি করার সুযোগ দেইনি। তিনি আরও বলেন, সকল কর্মকর্তা কর্মচারী সঠিক নিয়মে অফিস করেন। জেলার যে সকল সরকরী-বেসরকারী প্রতিষ্ঠান আছে এবং বিভিন্ন স্কুল কলেজের প্রধান গেটগুলো জেলা পরিষদের উদ্দ্যেগে নির্মান করা হচ্ছে। জেলা পরিষদের যে সকল যায়গা বে-দখল আছে আমরা তা দখল মুক্ত করছি।
সেখানে সরকারি ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান করার পরিকল্পনা আছে। জেলা পরিষদ চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আপনারা জানেন আমি পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমার সময় কোন প্রকার দুর্নীতি হয়নি। আমি চেষ্টা করবো ঝিনাইদহ জেলা পরিষদকে সারা বাংলাদেশের মধ্যে একটি আধুনিক ও মডেল জেলা পরিষদ হিসাবে গড়ে তোলা হবে।