বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু‘র স্থায়ী জামিন লাভ
চট্টগ্রাম ব্যুরো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বানিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তথ্য প্রযুক্তি আইনের মামলায় স্থায়ী জামিন লাভ এবং নিয়মিত হাজিরার পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য কালে ৯ সেপ্টেম্বর দুপুরে আমীর খসরু বলেন, মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন-হয়রানীমূলক ষড়যন্ত্রের মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবেন না।
জনগণকে নিয়ে সকল ষড়যন্ত্রের জাল ছেদ করে বিএনপি-যুবদল,ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দলের লাখ-কোটি কর্মী সমর্থক মাঠে নেমে আসবেই। এসময় সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, নগর সভাপতি ডাঃ শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক-আবুল হাশেম বক্কর, সাবেক মন্ত্রী ও দক্ষিণ জেলার নেতা জাফরুল ইসলাম, এনামুল হক এনাম, নগর সহ-সভাপতি এম. এ আজিজ, মহিলা নেত্রী মনোয়ারা বেগম মনি, কাউন্সিলর জেসমিন খানম, আকলিমা আখিঁসহ থানা, ওয়ার্ড কমিটির বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সভায় সভাপতি ডাঃ শাহাদাৎ বলেন, শহীদ জিয়ার আদর্শে গড়া বিএনপি এদেশের জনগণ কে অত্যন্ত কঠিন ভাবে ধৈর্য্য ধারণ করে রাজনীতিতে শালিনতার পরিচয় দিচ্ছে।
এর পরেও ফ্যাসিস সরকার একগুয়েমী করে বিএনপি তথা নিরীহ জনগণের উপর প্রতিশোধের হিংসাত্মক রাজনীতির অপকৌশল হিসেবে একেরপর এক মিথ্যা মামলা-হামলা দিয়ে গৃহছাড়া করার অপপ্রয়াস চালাচ্ছে।তিনি দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি সহ সকল রাজবন্ধীদের অবিলম্বে নিঃশার্ত মুক্তির জোর দাবি করেন।