‘বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য জনগণ মেনে নিবে না’
একুশে আগস্ট গ্রেনেড হামলার সময় তৎকালীন সরকার প্রধান হিসেবে বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। এ ঘটনার রায়ের মধ্য দিয়ে দলটি রাজনৈতিক অধিকার হারিয়েছে বলেও মনে করেন তারা।
বৃহস্পতিবার(১১ অক্টোবর) রাজধানীতে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তারা। আওয়ামী লীগ নেতারা বলেন, স্বীকৃত খুনিদের দল হিসেবে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য এদেশের জনগণ মেনে নেবে না।
জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় যোগ দিয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলায় দোষী প্রমাণ হওয়ায় বিএনপি নেতাদের তীব্র সমালোচনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ।
তিনি অভিযোগ করেন, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্ঞাতসারে ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে।
অপর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মন্তব্য করেন, ২১ আগস্ট বোমা হামলা মামলার রায়ের পর বিএনপি তাদের রাজনৈতিক অধিকার হারিয়েছে। দেশের বিরুদ্ধে তারা আর যেনো কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে সে ব্যাপারে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়াও এই হামলার দায় এড়াতে পারেন না।’
তিনি বলেন, ‘একুশে আগস্টের স্বীকৃত খুনির দল বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য এদেশের জনগণ মেনে নেবে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা ক্ষমতায় থাকতে আলামত নষ্ট হল কীভাবে? খুনিরা প্রকাশ্য দিবালকে পালিয়ে যাওয়ার সুযোগ পেলো কীভাবে? উনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। উনি কি দায় এড়াতে পারে?’
নির্বাচনকে সামনে রেখে বিএনপি যেন আর কোনো ষড়যন্ত্র না করতে পারে সে ব্যাপার সকলকে সজাগ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।