গাংনীতে কমিউনিটি ক্লিনিক স্যানিটেশন কমপ্লেক্স সংস্কার কাজ উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে এলজিআই লেড ওয়াশ ইন হেল্থ প্রকল্পের আওতায় ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়নে খানার পাশাপাশি উপজেলার কমিউনিটি ক্লিনিক গুলির ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন ব্যবস্থাপনার আওতায় নওয়া পাড়া ও খাসমহল কমিউনিটি ক্লিনিক স্যানিটেশন কমপ্লেক্স সংস্কার কাজ এর শুভ উদ্বোধন হয়।
সোমবার দুপুরে কাথুলী ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, এস কে এস ফাউ-েশনের প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান আকন্দ, প্রকৌশলী আলমগীর হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তির্বগ।
প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের নতুন টয়লেট স্থাপন, পুরাতন টয়লেট সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, হাত ধোয়ার সুবিধাসহ প্রতিবন্ধী বান্ধব যাতায়াত সুবিধা স্থাপন করা হয়েছে। ২টি কমিউনিটি ক্লিনিক সংস্কার কাজের মোট ব্যয় হয় ৯,১৫,০০০/=(নয় লক্ষ পনের হাজার) টাকা। এসকেএস ফাউ-েশন, এইচ এস বিসি ব্যাংক এর আর্থিক ও ওয়াটার এইড বাংলাদেশে’র কারিগরী সহায়তায় সেপ্টেম্বর ২০১৭ থেকে ডিসেম্বর ২০১৯ সাল মেয়াদে প্রকল্পটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার ০৯টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।