তাহিরপুর সীমান্তের শহিদ সিরাজ লেকে ইত্যাদির দৃশ্যায়ন হবে ১৯নভেম্বর
দেশের উত্তর পূর্ব দিগন্তের সুনামগঞ্জ জেলার উত্তরে মেঘালয় পাহাড় ঘের্ষা আর স্বচ্ছ নীল জলের লম্বাটে শহিদ সিরাজ লেকে ইত্যাদির দৃশ্যায়ন হবে ১৯নভেম্বর। সেই লক্ষ্যেই ইত্যাদির কতৃপক্ষ সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছেন। এই খবরে উৎফুল্ল তাহিরপুর উপজেলার সহ সুনামগঞ্জ জেলার সর্বস্থরের মানুষ। শহীদ সিরাজ লেকের উত্তরে সবুজ ছোট টিলা পাশেই হাওর।
পশ্চিমে টেকেরঘাট খনিজ প্রকল্পের পরিত্যাক্ত দৃষ্টিনন্দন স্থাপনা ও ক্যাম্পাস এবং পূর্বে বাংলাদেশ ও ভারত জিও পয়েন্ট বড়ছড়া এলাকা। যেখান দিয়ে এলসির মাধ্যমে ভারত থেকে কয়লা,চুনাপাথর হ্জাার হাজার ভারতীয় ট্রাক দিয়ে নেমে আসে বাংলাদেশে। প্রকৃতি সুন্দর এমন একটি স্থানেই বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দৃষ্টিনন্দন সেট তৈরি করেছেন ফাগুন অডিও ভিশনের কর্ণধার বিখ্যাত উপস্থাপক হানিফ সংকেত। তারা এমন একটি দৃষ্টিনন্দন স্থান বাছাইয়ের জন্য ইত্যাদি টিমকে অভিনন্দন জানিয়েছেন।
আগামী ১৯নভেম্বর ইত্যাদি অনুষ্ঠানের দৃশ্যায়ন হবে এখানে। এ উপলক্ষে বিশেষ সাড়া পড়েছে জেলা জুড়ে। ইতোমধ্যে পর্যটকদের মধ্যে আকর্ষণীয় হয়ে ওঠেছে টেকেরঘাট খনি প্রকল্পের পরিত্যাক্ত এই লেক। দেশ বিদেশের পর্যটকরা ঘুরতে এসে এই স্থানের রূপে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। রূপে মুগ্ধ হয়েই এই স্থানে দেশের মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি পরিচালনার সিদ্ধান্ত নেন হানিফ সংকেত।
গত বছর থেকেই ইত্যাদি টিমের সহকারীরা সুনামগঞ্জের গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধির সহযোগিতা নেন স্থান নির্ধারণের। তখন সুনামগঞ্জের সাংবাদিক শামস শামীমসহ কয়েকজন গণমাধ্যম কর্মী শহিদ সিরাজ লেকসহ কয়েকটি স্থানের নাম দেন। সংশ্লিষ্টরা সরেজমিন ঘুরে পবর্তীতে শহিদ সিরাজ লেককেই ছুড়ান্ত করেন।
আগামী ১৯নভেম্বর অনুষ্ঠানের দৃশ্যায়ন করবেন হানিফ সংকেত। পরবর্তীতে বিটিভিতে দেখানো হবে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব বলেন,প্রশাসনিক অনুমতি শেষে ইত্যাদি পরিচালনার জন্য শহিদ সিরাজ লেক চ‚ড়ান্ত করেছেন সংশ্লিষ্টরা। আমরা তাদের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য সবধরনের ব্যবস্থা নিয়েছি। তাহিরপুর থানার ওসি নন্দন কান্দি ধর জানান,ইত্যাদি অনুষ্টান শুষ্ট ভাবে সম্পন্ন করার জন্য আমাদের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি।