কাপাসিয়ায় ইজতেমা বন্ধ করেছে প্রশাসন আসাদুল্লাহ
মাসুম,কাপাসিয়া(গাজীপু) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা ঢাকা- কিশোরগঞ্জ মহাসড়কের পাশে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উজলী দিঘীরপাড় আলিম মাদ্রাসা মাঠে ১৬ নভেম্বর শুক্রবার ফজর থেকে ইজতেমা শুরু হওয়ার পূর্বেই বন্ধ করার নির্দেশ প্রদান করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা অবনতি ও নিরাপত্তার স্বার্থে ইজতেমা বন্ধের নির্দেশ দেয় প্রশাসন। ইজতেমা বন্ধ করার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা জড়িয়ে পরে। ইতিমধ্যে ইজতেমার নির্মিত প্যান্ডেল ভেঙ্গে নেওয়া সহ সকল কাজ শেষ করা হয়েছে ।
১৬,১৭,১৮ নভেম্বর ইজতেমা শুরু হবার খবর শুনে বিভিন্ন এলাকা থেকে শত শত তাবলিক জমায়াতের লোকজন এসে ভিড় জমায়। এ সময় প্রশাসনের নিশেধাজ্ঞা অমান্য করে তাবলিক জমায়াতের লোকজন ইজতেমার মাঠে প্রবেশ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্তের নির্দেশে কাপাসিয়া থানা পুলিশ ও টোকনয়নবাজার ফাড়িঁ পুলিশ মাঠে বেশ কয়েকটি রাস্থায় পাহাড়া দিয়ে জমায়াতের মুসলিদের ভিতরে ডুকতে বাঁধা দেওয়া হয়। প্রায় শতাধীক পুলিশ ইজতেমার মাঠে এসে অবস্থান করে।
প্রশাষনে পক্ষ থেকে জানানো হয় এখন ইজতেমা হবেনা যা হবে নির্বাচনের পরে করা হবে। পুলিশ প্রশাষন সব ধরনের সহযোগিতা করবে। পরে ইজতেমার মাঠে মুনাজাত শেষে তাবলিক জমায়াতের লোকজন মাঠ ত্যাগ করেন। ইজতেমা মাঠ প্রস্তুত ও তদারকির দায়িত্বে থাকা মাওলানা মো.আশরাফ আলী বলেন, ‘ইজতেমা উপলক্ষে আমরা এখানে অবস্থান করি কিন্তু প্রশাষন আমাদেরকে ইজতেমা করতে দেয়নি।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা তাবলিক জামাতের আমীর এস এম আনোয়ার হোসেন, একে এম হুমায়ূন কবীর, হাজী মো: সিরাজ সিকদার, ডা: আব্দুল আজিজ, আরিফুল ইসলাম প্রমূখ। গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি । যাতে কোন প্রকার আইন পরিপন্থী কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান করেছি।