‘নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিলে ভোটের পর প্রকাশ করা হবে’ দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান
নির্বাচনী হলফনামায় সম্পদ নিয়ে মিথ্যা তথ্য দিলে ভোটের পর তা প্রকাশ করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সোমবার (১৯ নভেম্বর) দুপুরে দুদক কার্যালয়ে তিনি আরো জানান, এনবিআরে অফিস স্থাপনের কোনো আগ্রহ নেই দুদকের।
তবে দুর্নীতি নিয়ন্ত্রণে রাজস্ব বোর্ড কি কি পদক্ষেপ নিচ্ছে তা জানাতে হবে দুদককে।
দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘যারা সম্মানিত জনপ্রতিনিধি হবেন, তারা সম্পত্তির যে হলফনামা জমা দিবেন তারা আশা করি সঠিকটা দিবেন। যদি কেউ তা না করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা থাকবে।’