দেশে হঠাৎ বন্ধ স্কাইপে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
দেশে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপে ব্যবহার করা যাচ্ছে না। এদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্কাইপে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
যদিও আনুষ্ঠানিকভাবে স্কাইপে বন্ধ করে দেয়ার বিষয়টি স্বীকার করেনি বিটিআরসি।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন) জাকির হোসেন খান একটি জাতীয় দৈনিককে বলেন, 'কারিগরি ত্রুটির কারণে স্কাইপে বন্ধ হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'
এদিকে সোমবার (১৯ নভেম্বর) রাতে এক জরুরী সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপের মাধ্যমে দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এর পরিপ্রেক্ষিতে স্কাইপি বন্ধ করা হয়েছে বলে দাবি রুহুল কবির রিজভীর।
অবশ্য স্কাইপি বন্ধ করা হলেও ভিডিও কনফারেন্স করার মতো অন্যান্য অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো চালু রয়েছে।