নির্বাচনে ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
নির্বাচনে ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এ কথা জানান।
বুধবার (২৮ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ শেষে তিনি এ কথা জানান।
এইচ টি ইমাম বলেন, তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর আদর্শ অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও অংশীদারিত্বমূলক নির্বাচনের বিষয়ে একমত হয়েছেন তারা।
তবে নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, তাদের অবশ্যই নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে বলে জানানো হয়েছে। এর আগে দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে যান মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর বিল মোলার এবং ভারপ্রাপ্ত রাজনৈতিক কর্মকর্তা কাজী রুম্মান।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।