সিলেটের ভোটারদের রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশা
সিলেটের রাজনৈতিক সম্প্রীতি দীর্ঘদিনের। ২০১৩ ও ২০১৪ সালেও তার ব্যতিক্রম ছিল না। নির্বাচনেও রাজনৈতিক সম্প্রীতি ধরে রাখে উভয়দল। ফলশ্রুতিতে গত কয়েক বছরে এ অঞ্চলের সবগুলো স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও অতীতের ধারাবাহিকতা চান ভোটাররা।
ক’মাস আগে হয়ে গেছে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। একই সময় দেশের অন্যান্য অঞ্চলে অনুষ্ঠিত সিটি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হলেও সিলেটে ভোটাররা ভোট দিয়েছেন নির্বিঘ্নে। আগের বছরগুলোতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা নির্বাচনের ফলাফল নিয়েও প্রশ্ন ওঠেনি। এবারও যেন অতীত ঐতিহ্য বজায় থাকে সেই প্রত্যাশা ভোটারদের।
এদিকে আগের মতো জাতীয় নির্বাচনেও নিরপেক্ষতা ধরে রাখতে প্রতিশ্রুতিব্ধ প্রশাসন।
সিলেটের রিটার্নিং কর্মকর্তা এম. কাজী এমদাদুল ইসলাম বলেন, সকলেরই একটা দায়িত্ব আছে। আমরা আশা করছি সকলেই নিজেদের দায়িত্ব পালন করবেন। সবাইকে নিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই।
আর কেউ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য তৎপরতা বাড়িয়েছে পুলিশ।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নির্বাচনের আগে সীমান্তে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা সজাগ রয়েছি। কোনো অবৈধ জিনিস যেন সীমান্ত দিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা পুলিশ, র্যাব ও বিজিবি এক সঙ্গে কাজ করছি।