সরকার নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে: রিজভী
শুক্রবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সরকার নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে বলেও মন্তব্য করেন রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ‘ভোটের কারচুপির জন্য জোন ভাগ করে পুলিশের ১২ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ব্যালটের বাইরে অতিরিক্ত ব্যালট ছাপানো হবে যা থানায় ভোটের আগে সংরক্ষণ করে রাখা হবে। প্রয়োজন মতো ব্যালট বাক্সে তা ঢোকানো হবে।’
তিনি বলেন, ‘নকল সিল প্যাড সংরক্ষণ প্রিজাইডিং অফিসারকে সরবরাহ করবে পুলিশ। নির্বাচন কমিশনে মূল প্যাড, ছবি এবং স্বাক্ষর থাকবে। বিএনপির পুলিং এ্যাজেন্টদেরকে নকল সিল প্যাড ও স্বাক্ষরে মূল ফলাফল সম্মলিত সিট সরবরাহ করা হবে। এই বিষয় গুলি ভেতরে চলছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে।’